গোবিন্দ রায়: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিস দিতে হবে। আগামী ১১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
কেন্দ্রের ‘জলজীবন মিশন’ প্রকল্পে পাইপ-সহ নানা সরঞ্জাম কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে। পুলকের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা অসত্য তথ্য সামনে এনেছেন এই অভিযোগ তুলে মানহানির মামলা করেন পুলক। তিনি ৫ কোটি টাকার মানহানির মামলা করেন।
প্রথমে রাজ্যের মন্ত্রী শুভেন্দুকে আইনি নোটিস পাঠান। অভিযোগ, ওই নোটিসের কোনও জবাব দেননি শুভেন্দু। এর পর গত ৩ জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। তাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ বিচারপতির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.