Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

আদালত অবমাননা মামলা: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ হাই কোর্টের

২৪ নভেম্বর আদালতে সশরীরে হাজির হতে হবে রাজীব সিনহাকে।

Calcutta HC initiates step against State Election Commissioner | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 13, 2023 2:22 pm
  • Updated:October 13, 2023 4:34 pm  

গোবিন্দ রায়: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। রুল জারি হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২৪ নভেম্বর তাঁকে আদালতে গিয়ে উত্তর দিতে হবে।

আদালত অবমাননা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার, এই অভিযোগে রাজীব সিনহার (Rajiva Sinha) বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী (Suvendu Adhikari)। সেই মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয়। অবমাননার আইন অনুযায়ী এই রুল জারি করার নির্দেশ। রাজ্য নির্বাচন কমিশনার আদালত অবমাননার কাজ করেছেন। আগামী ২৪ নভেম্বর আদালতে গিয়ে উত্তর দিতে হবে রাজীব সিনহাকে। 

Advertisement

[আরও পড়ুন: পুজোর মুখে বেনজির অধিবেশন বিধানসভার, বিধায়কদের বেতনবৃদ্ধি বিল পেশের সম্ভাবনা]

কিন্তু কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা? পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে গত ডিসেম্বরে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। শুধু তা-ই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জি জানান তিনি। এর পরেই কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয়। সময়সীমাও বেঁধে দেয়। রাজ্য নির্বাচন কমিশন যদিও সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়। জানানো হয়, হাই কোর্টের ওই নির্দেশ কার্যকর করা সম্ভব নয়। কারণ, ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। সেই মামলাতেই হাই কোর্টের পর্যবেক্ষণ, রাজ্য নির্বাচন কমিশনার আদালত অবমাননা করেছেন। তাই তাঁকে সশরীরে গিয়ে তার কারণ জানাতে হবে।

[আরও পড়ুন: কাশ্মীরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার ডাক! ৭ বছরের জেল হতে পারে অরুন্ধতী রায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement