Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

তমলুকের পর শুভেন্দুর হলদিয়ার সভায় অনুমতি হাই কোর্ট, বেঁধে দেওয়া হল শর্ত

আগামী রবিবার হলদিয়ায় মিছিল শুভেন্দু অধিকারীর।

Calcutta HC grants permission for Suvendu Adhikari's rally
Published by: Sayani Sen
  • Posted:March 21, 2025 5:18 pm
  • Updated:March 21, 2025 6:37 pm  

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তমলুকের পর হলদিয়ার সভায় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন।

আগামী রবিবার হলদিয়া নিউ মার্কেট এলাকায় বিজেপির মিছিল রয়েছে। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার এবং শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। ওই মিছিলের জন্য় পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়। তবে ওই মিছিলে পুলিশের থেকে অনুমতি পাননি রাজ্যের বিরোধী দলনেতা। তাই বাধ্য হয়ে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। কলকাতা হাই কোর্ট অবশ্য এদিন মিছিলে অনুমতি দেয়। বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়ে বিচারপতি জানান, দুর্গাচক নিউ মার্কেট এলাকায় পথসভা করবেন বিজেপি কর্মীরা। দুপুর একটা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল, পথসভা শেষ করতে হবে। বৈঠকে শব্দবিধিও মানতে হবে। বিজেপির আইনজীবী অবশ্য মিছিল এবং পথসভার কিছুটা সময় বাড়ানোর আবেদন করেন। যদিও তাতে রাজি হননি বিচারপতি। তাঁর পালটা প্রশ্ন, “ব্রিগেড কি রাতে করেন?” অবশ্য তারপর আর কিছুই বলেননি আইনজীবী।

Advertisement

উল্লেখ্য, দোল পূর্ণিমার দিন তমলুকে রং খেলাকে কেন্দ্র করে দুই দলের যুবকের সংঘর্ষ বাঁধে। অন্য দলের যুবকদের গায়ে রং কেন লাগাল তা নিয়ে বচসা শুরু হয়। তারপর তিন যুবককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করে গেরুয়া। ওই মিছিলে পুলিশ অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হয় জেলা বিজেপি নেতৃত্ব। গত বুধবারের শুনানিতে সেই মিছিলে অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ কয়েকটি শর্তও বেঁধে দেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub