গোবিন্দ রায়: রামনবমীর পর হনুমান জয়ন্তী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিলের অনুমতি দেন।
আগামী ১২ এপ্রিল মহাবীর জয়ন্তী। বিচারপতি জানান, ওইদিন বিকাল ৫টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত শোভাযাত্রা করা যাবে। কলেজ স্ট্রিটের বাটা থেকে হরিঘোষ স্ট্রিটের হনুমান মন্দির পর্যন্ত মিছিল করা যাবে। সেদিনের মিছিলে সর্বাধিক ২৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। শব্দদূষণ বিধি মানতে হবে। মিছিলে ডিজে বাজানো যাবে না।
উল্লেখ্য, হনুমান জয়ন্তীতে কলেজ স্ট্রিটের বাটা থেকে হরিঘোষ স্ট্রিটের হনুমান মন্দির পর্যন্ত মিছিলের আবেদন করেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। বাধ্য হয়ে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি ছিল। সবপক্ষের সওয়াল জবাব শোনার পর শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন বিচারপতি ঘোষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.