Advertisement
Advertisement
Nawsad Siddique

হাই কোর্টে স্বস্তি, ধর্ষণের অভিযোগের মামলায় শর্তসাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকির

কী শর্ত দিল কলকাতা হাই কোর্ট?

Calcutta HC granted conditional anticipatory bail to Nawsad Siddique । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 4, 2023 4:49 pm
  • Updated:September 4, 2023 5:05 pm  

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে স্বস্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। ধর্ষণের অভিযোগের মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে।

গত জুলাই মাসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তোলেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ ওই মহিলার। ডোমকলের (Domkal) ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। সেই সময় রক্ষাকবচ পেয়েছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাদবপুরে নিহত পড়ুয়ার বাবা-মা, সময় দিলেন মমতা]

এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেন সোমবার এই নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ ছাড়া অন্য কোথাও যেতেও পারবেন না নওশাদ।

[আরও পড়ুন: ‘নবগ্রামে লকআপে যুবক মৃত্যু যথেষ্ট গুরুতর’, IO ও IC’র ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement