Advertisement
Advertisement
Calcutta HC

‘বাড়তি আর ১ দিনও নয়’, অভিষেক মামলায় ইডিকে নথি পেশের সময় বেঁধে দিল আদালত

দুর্গাপুজোর মধ্যে সমন পাঠিয়ে তলব নয় অভিষেককে, ইডিকে নির্দেশ হাই কোর্টের।

Calcutta HC gives timeline to ED to submit documents on Abhishek Banerjee | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 5, 2023 4:37 pm
  • Updated:October 5, 2023 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি মামলায় ইডিকে নথি পেশের সময়সীমা একেবারে নির্দিষ্ট করে বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। আগামী ১০ অক্টোবরের মধ্যেই এই সংক্রান্ত সমস্ত নথি আদালতে পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারীদের। আর একদিনও বাড়তি সময় দেওয়া যাবে না। ১২ তারিখ স্ক্রুটিনি। তারপর তাঁকে সমন পাঠানো নিয়ে সিদ্ধান্ত হবে। এমনই জানা গিয়েছে আদালত সূত্রে। পাশাপাশি আদালতের নির্দেশ, এসব নথিতে সন্তুষ্ট না হলে ফের অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো যাবে, তবে ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস পাঠাতে হবে। তবে এদিনও বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে ইডি (ED)। তবে পুজোর মাঝে তলব করা যাবে না তাঁকে।

দলীয় কর্মসূচির সময়ে বারবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ইডির তলবের বিরোধিতায় হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা করা হয়। সিঙ্গল বেঞ্চের রায় ছিল, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতেই পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে। বৃহস্পতিবার শুনানির শেষ দিন ছিল। তাতে রায় শোনাননি ডিভিশন বেঞ্চ। তবে আগামী ১০ তারিখের মধ্যে অভিষেকের সম্পত্তিগত সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: সি সেকশনের সময় অঙ্গ বাদ! চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে তুমুল বিক্ষোভ]

এদিনও আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে ইডি তদন্তকারীদের। গত ১৯ মাস ধরে তদন্তে অনেক কিছুই বের করতে পারেনি ইডি, এমনই মন্তব্য় করেন বিচারপতি। এরপর বিচারপতিদের নির্দেশ, ৩১ ডিসেম্বরের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে।

[আরও পড়ুন: সাতপাক ছাড়া হিন্দু বিবাহ অবৈধ, মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের]

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ইডির তলবে হাজিরা দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আগাম কর্মসূচি থাকায় তিনি অন্যদিন সময় চেয়ে আবেদন জানান। তার পরিপ্রেক্ষিতে আগামী ৯ অক্টোবর ফের তাঁকে ইডি দপ্তরে তলব করা হয়। ওইদিনই তাঁকে সমস্ত নথি-সহ ইডির মুখোমুখি হতে হবে। সেসব নথি ১০ তারিখ আদালতে পেশ করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। তারপর তাঁকে ফের সমন পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আদালতের স্পষ্ট নির্দেশ, ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়ে তলব করা যাবে না। কারণ, ওই সময়ে দুর্গাপুজো রয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement