Advertisement
Advertisement

Breaking News

Nawsad Siddique

২১ জুলাইয়ের সভাস্থলেই হবে আইএসএফের সভা, নওশাদের আর্জিতে সম্মতি হাই কোর্টের

কত কম লোক নিয়ে সভা করতে পারবে সেটা আগামিকাল আদালতে জানাতে হবে আইএসএফকে।

Calcutta HC gives permission to Nawsad Siddique rally at Dharmatala

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকির

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 17, 2024 2:29 pm
  • Updated:January 17, 2024 7:44 pm  

গোবিন্দ রায়: ২১ জুলাইয়ের সভাস্থলেই হবে আইএসএফের সভা। নওশাদ সিদ্দিকির আর্জিতে সম্মতি দিল কলকাতা হাই কোর্ট। তবে মানতে হবে একাধিক নিয়ম।

আগামী ২১ জানুয়ারি আইএসএফের (ISF) প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ওইদিন তারা সভা করতে চান ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অর্থাৎ যেখানে তৃণমূলের (TMC) শহিদ দিবসের সভা হয়, সেই জায়গাতেই সভা করতে চায় নওশাদ সিদ্দিকির দল। তাতে পুলিশের অনুমতি মেলেনি। তাই নওশাদের দল কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতে এদিন আদালতের তরফে গতবছর রানি রাসমণি অ্যাভিনিউ রোডে ঘটা অশান্তি নিয়ে প্রশ্ন করা হয়। ব্যাখ্যা চাওয়া হয় আইএসএফের কাছে। এর পর বিচারপতি বলেন, সভা করতে বারণ করছে না কোর্ট। তবে লোক আনার ক্ষেত্রে বিধিনিষেধ রাখুক সংগঠন। সেই নিয়ে সংগঠনের বক্তব্যও জানতে চায় আদালত।

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতির টাকা সোনা পাচারে? এবার ইডির নজরে শংকরের আত্মীয়]

এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সভা একটু সরিয়ে অন্যত্র করার আর্জি জানান। বিচারপতি জানান, মঞ্চ ওই জায়গাতেই হবে। বলেন, “আপনারা তো ওই জায়গায়ই সভা করেন। অন্য দলও করে। তাহলে এরা নয় কেনও?” পাশাপাশি তিনি আরও বলেন, তবে লোক কম হোক, পুলিশের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু সভা ওখানেই করতে পারবে এই সংগঠন। এর পর ভিন্টেজ কার ব়্যালির প্রসঙ্গ তুলে সভা বন্ধের কথাও বলেন এজি। আদালত জানিয়েছে, আইএসএফ আগে আবেদন করায় তাঁরাই সভা করবে। তবে কত কম লোক নিয়ে সভা করতে পারবে সেটা আগামিকাল শুনানিতে জানাতে হবে আইএসএফকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement