Advertisement
Advertisement

Breaking News

BJP Rally

ভোটার তালিকা নিয়ে বিজেপির পালটা মিছিল, শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের

মুরলিধর সেন লেনের বিজেপি দপ্তর থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করতে পারবে গেরুয়া শিবিরের সদস্যরা।

Calcutta HC gives permission for BJP Rally

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 2, 2025 4:01 pm
  • Updated:April 2, 2025 4:13 pm  

গোবিন্দ রায়: ভোটার তালিকা নিয়ে বিজেপির পালটা মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে শর্তসাপেক্ষে মিলল অনুমতি। বুধবার মুরলিধর সেন লেনের বিজেপি দপ্তর থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করতে পারবে গেরুয়া শিবিরের সদস্যরা।

বিজেপির আবেদন ছিল, মুরলিধর সেন লেনের অফিস থেকে কমিশনের দপ্তরের ২০০ মিটার আগে পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। পালটা রাজ্যের প্রস্তাব ছিল, মুরলিধর সেন লেনে থেকে শুরু হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত যাক মিছিল। সেখান থেকে প্রতিনিধিদল কমিশনের অফিসে যাক। দু’ক্ষের কথা শোনার পর হাই কোর্টের নির্দেশ, মিছিল যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত। তারপর ১০ জনের প্রতিনিধিদল কমিশনে যাবে দাবিপত্র জমা দিতে। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে কোর্ট। এক হাজার সমর্থক নিয়ে মিছিল করতে পারবে তারা। 

Advertisement

তৃণমূলই প্রথম ভোটার তালিকার কারচুপি নিয়ে সরব হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলে, ভিনরাজ্যের ‘ভূতুড়ে’ ভোটারদের তালিকায় ঢোকানো হয়েছে। এছাড়া একই এপিক নম্বরে একাধিক নাম নিয়ে যে সমস্যা থাকছে, তা চিহ্নিত করে প্রথম তৃণমূলই। এনিয়ে সংসদেও সরব হন তৃণমূল সাংসদরা। বারবার আলোচনার প্রস্তাব খারিজ হওয়ায় প্রতিবাদও দেখান তাঁরা। এ রাজ্যের শাসকদলের চাপে পড়ে ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটে নির্বাচন কমিশন। আগামী ৬ মাসের মধ্যে তালিকা সংশোধন হবে বলে আশ্বাস দিয়েছেন কমিশনের কর্তারা। এবার বিজেপিও সেই ইস্যুতে পথে নামছে। আদালতের অনুমতি সাপেক্ষে মিছিল করে বস্তুত তৃণমূলের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাইছে গেরুয়া শিবির। পুলিশ মিছিলের সেই অনুমতি দেয়নি। হাই কোর্টেপ দ্বারস্থ হয়ে মিলল অনুমতি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement