গোবিন্দ রায়: শ্রীরামপুর রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় রেলের জায়গা থেকে হকার উচ্ছেদে ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, রেলের জারি করা নোটিস মোতাবেক শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখলকারীদের উচ্ছেদ করতে পারবে। রেল সূত্রে খবর, হাই কোর্টের এদিনের নির্দেশের পর শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে।
জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশন লাগোয়া এলাকার জবরদখল উচ্ছেদ করতে নোটিশ জারি করেছিল রেল কর্তৃপক্ষ। মাস দু’য়েক আগেই সেই উচ্ছেদ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু রেলের তরফে জারি হওয়া সেই নোটিশ চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার ইউনিয়ন। মামলার প্রেক্ষিতে আগেই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ছিল, হাওড়ার ডিআরএম হকারদের নথি দেখে সুযোগ দেবেন।
কিন্তু বুধবার এই সংক্রান্ত মামলায় অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, ডিআরএম হকারদের নথি পেশের সুযোগ দিয়ে তাদের শুনানির জন্য ডেকে ছিলেন। কিন্তু একজনও ব্যবসা করার জন্য কোনও বৈধ নথি দেখাতে পারেনি। যদিও ইউনিয়নের তরফে আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় জানান, লাইসেন্স না থাকলেও ওই হকাররা বহিরাগত নন। দীর্ঘ দিন ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.