Advertisement
Advertisement

Breaking News

DA Case

বকেয়া DA চেয়ে পথে রাজ্য সরকারি কর্মচারীরা, মিছিলের অনুমতি হাই কোর্টের

শহিদ মিনারের সামনে অবস্থানে বসবেন আন্দোলনকারীরা।

Calcutta HC gave permission to rally of WB Govt. workers on DA | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 24, 2023 6:26 pm
  • Updated:January 24, 2023 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA Case)। সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা চলছে। এর মাঝেই বকেয়া ডিএ মেটানোর দাবিতে শহরের রাজপথে মিছিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন। কারণ, মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। শেষপর্যন্ত আদালতের অনুমতি নিয়ে মিছিল করবে তারা।

২৭ জানুয়ারি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলকাতা পুরসভা পর্যন্ত মিছিল করতে চেয়েছিল সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। মিছিল শেষে ওই রাস্তাতেই এক রেস্তরাঁর সামনে অবস্থানে বসতে চেয়েছিল তারা। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পালটা হাই কোর্টের দ্বারস্থ হয় যৌথ মঞ্চের সদস্যরা। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি রাজশেখর মান্থা মিছিলের অনুমতি দেন।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় তারকা সমাগম, এবার রাহুলের পাশে হাঁটলেন ঊর্মিলা মাতণ্ডকর]

এদিন বিচারপতি জানান, ২৭ জানুয়ারিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কর্পোরেশন পর্যন্ত মিছিল করা যাবে। তবে নির্দিষ্ট রেস্তরাঁর সামনে অবস্থানে বসা যাবে না। বদলে শহিদ মিনারে অবস্থানে বসার অনুমতি দিল হাই কোর্ট। তবে, রোজ শহিদ মিনার চত্বর পরিষ্কার করার দায়িত্ব অবস্থানকারীদের।

সময় পেরনোর পরও ডিএ না পাওয়ায় আদালত অবমাননার মামলা হয়। কিন্তু তাতেও রাজ্য সরকার ডিএ দিতে নারাজ। আদালতে জানানো হয়েছে, এই হারে ডিএ দেওয়া সম্ভব নয়। তাই হাই কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদনও জানাতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু আদালত সেই মামলা গ্রাহ্য করেনি। কড়া নির্দেশ ছিল, বকেয়া ডিএ মেটাতেই হবে। এরপর ডিএ (DA)মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার।

[আরও পড়ুন: মিলল না স্বস্তি, অনুব্রত মণ্ডলের জামিনের আরজি খারিজ দিল্লির আদালতে]

গত বছর ডিসেম্বরে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) এই মামলা থেকে সরে দাঁড়ান। তার প্রায় এক মাস পর নতুন বেঞ্চে গঠন করল সুপ্রিম কোর্ট। তবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এই মামলায় নতুন নন। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চেও ছিলেন তিনি। নতুন বেঞ্চে শুধু বিচারপতি দত্তের জায়গায় বিচারপতি হৃষীকেশ রায় এসেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement