Advertisement
Advertisement

Breaking News

Bikash Ranjan Bhattacharya

আদালতের বাইরে বিকাশরঞ্জনকে ‘হেনস্তা’য় স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টের, কবে শুনানি?

তিন বিচারপতি - অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য, রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে।

Calcutta HC files suo moto case against harrassment of Bikash Ranjan Bhattacharya outside the court premises
Published by: Sucheta Sengupta
  • Posted:April 29, 2025 1:28 pm
  • Updated:April 29, 2025 1:28 pm  

গোবিন্দ রায়: এসএসসি বিক্ষোভের জেরে আদালতের বাইরে আইনজীবীদের হেনস্তার অভিযোগ। বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও তার শিকার হন। তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে। এই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাই কোর্ট। তিন বিচারপতি – অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য, রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। এদিনই নতুন বেঞ্চের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে আজ এই বেঞ্চ বসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। অভিযোগ, কলকাতা হাই কোর্টে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন চাকরিপ্রার্থীদের একাংশ বিক্ষোভ দেখান আদালতের বাইরে। বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। তাঁকে লক্ষ্য করে প্লাস্টিক বোতল, চায়ের ভাঁড় ধেয়ে আসে। এই বিক্ষোভের মাঝে পড়েন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের। আরও অভিযোগ, বিচারপতি বিশ্বজিৎ বসুর উদ্দেশেও কটূ মন্তব্য করেছিলেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে পরে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছিল, যাঁরা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়ছেন, তাঁদের ঘিরেই বিক্ষোভ কাম্য নয়। সেদিনই জানিয়ে দিয়েছিলেন, পরে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। 

Advertisement

এই ঘটনায় আদালত অবমাননার মামলা করতে চেয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কয়েকজন আইনজীবী। সোমবার প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দেয়। ভর্ৎসনা করে জানানো হয়, যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করতেই হবে। এরপর মঙ্গলবারই হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub