ফাইল চিত্র
গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’র জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। স্বাস্থ্যজনিত কারণে সময়স বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে জুন মাস পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন বিচারপতি। তবে সুজয়কৃষ্ণ ভদ্র সমস্ত শর্ত মানছেন কি না, তা সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হয়েছে। ১৬ জুন পরবর্তী শুনানি। ওইদিন ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দিতে হবে সিবিআইকে।
অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে একাধিকবার বেহালার সুজয়কৃষ্ণ ভদ্র জামিনের আবেদন করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক যুক্তিতে বারবার তা খারিজ হয়েছে। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। তবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সুজয়কৃষ্ণবাবুকে জামিনের একাধিক শর্ত বেঁধে দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য, এখনই এলাকার বাইরে যেতে পারবেন না।
এরপর মার্চে একই কারণে জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে অনুমোদন দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। ৩০ এপ্রিল পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হয়। ফলে আগামী সপ্তাহেই তা শেষ হয়ে যাবে। আর সেই কারণে ফের আদালতের দ্বারস্থ হলেন ‘কালীঘাটের কাকু’। এবারও বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর অসুস্থতার কারণে মেয়াদ বাড়ানোর অনুমোদন দেন। তবে সিবিআইয়ের কাছে এদিন বিচারপতি জানতে চান, তিনি কি সব শর্ত মানছে? কোনও শর্ত ভেঙে কিছু করছেন না তো? এনিয়ে ১৬ জুন সিবিআইকে রিপোর্ট দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.