Advertisement
Advertisement

পঞ্চায়েত ভোট নিয়ে জট অব্যাহত, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল আরও একদিন

মে-তে ভোট হবে তো?

Calcutta HC extends stay on panchayat poll process in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2018 5:22 pm
  • Updated:November 20, 2018 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে আইনি জটিলতা অব্যাহত৷ নির্বাচনী প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ আরও ১ দিন বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ৷ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলাটি কেন গ্রহণযোগ্য নয়? শাসকদলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে তা জানতে চেয়েছেন বিচারপতি৷ বুধবার সকাল সাড়ে দশটায় ফের শুনানি৷ এদিকে, মামলার যা গতিপ্রকৃতি, তাতে ঘোষিত নির্ঘণ্ট মেনে পঞ্চায়েত ভোট করা কার্যত অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

[সিঙ্গল বেঞ্চেই ফিরল পঞ্চায়েত মামলা, প্রয়োজনে প্রতিদিন শুনানির নির্দেশ]

Advertisement

পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্বের অশান্তির অভিযোগে প্রথমে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিজেপি৷ কিন্তু, নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত৷ বরং নির্বাচন সংক্রান্ত যাবতীয় অভিযোগ কমিশনকেই জানানো নির্দেশ দেওয়া হয়েছিল৷ যেদিন সুপ্রিম কোর্টের এই রায় দিয়েছিল, সেদিন রাতেই মনোনয়ন পেশের সময়সীমা আরও একদিন বাড়ানোর কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷ কিন্তু, রাতারাতি আবার সেই নির্দেশিকা  বাতিলও করা দেওয়া হয়৷ ফের সুপ্রিম কোর্টেরই দ্বারস্থ বিরোধীরা৷ কিন্তু, শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, মনোনয়নের সময়সীমা বাড়ানোর জন্য কলকাতা হাই কোর্টেই আবেদন করতে হবে৷ গত ১২ এপ্রিল পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ৷ স্থগিতাদেশের মেয়াদ ছিল ১৬ এপ্রিল পর্যন্ত৷ সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পালটা মামলা করে রাজ্যের শাসকদল৷ কিন্তু, পঞ্চায়েতের নির্বাচনী প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি সংক্রান্ত মামলাটি ফের সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷

[তৃণমূলকে চ্যালেঞ্জ করে পুলিশকে সরে দাঁড়ানোর বার্তা সিপিএমের]

মঙ্গলবার দিনভর মামলার শুনানি চলে সিঙ্গল বেঞ্চে৷ শুনানিতে শাসকদলের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে  পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ তাই নির্বাচনী প্রক্রিয়ায় আদালত আর হস্তক্ষেপ করতে পারে না৷ সুতরাং পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলাটি আদপে গ্রহণযোগ্যই নয়৷ বিচারপতির পালটা প্রশ্ন, মামলাটি যদি গ্রহণযোগ্যই নাই হবে, তাহলে সুপ্রিম কোর্ট কেন মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠাল? মামলাটি কেন গ্রহণযোগ্য নয়, শাসকদলের আইনজীবীকে তা জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি৷ বুধবার সকাল সাড়ে দশটায় ফের শুনানি৷ পরবর্তী শুনানি পর্যন্ত জারি থাকবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ৷ অর্থাৎ পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ আরও ১ দিন বাড়িয়ে দিল হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ৷

[মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে অভিনব পন্থা, গীতা ছুঁইয়ে প্রার্থীদের শপথবাক্য পাঠ বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement