Advertisement
Advertisement
Calcutta HC exempts advocates from wearing gowns due to heatwave

তীব্র গরমে আইনজীবীদের পোশাকে বদল, কী সিদ্ধান্ত নিলেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি?

হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্ত জানান।

Calcutta HC exempts advocates from wearing gowns due to heatwave । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:April 20, 2023 10:15 am
  • Updated:April 20, 2023 10:16 am

গোবিন্দ রায়: বৈশাখের শুরুতেই চাঁদিফাটা গরম। তীব্র দাবদাহ যেন সহ্য করাই দায়। সেকথা মাথায় রেখে আইনজীবীদের জন্য বড়সড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।

বুধবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তির বয়ান অনুযায়ী, “তীব্র গরমে গাউন পরার হাত থেকে রেহাই চেয়েছিলেন আইনজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তা মঞ্জুর করেছেন। আপাতত কাউকে কালো গাউন পরতে হবে না। গ্রীষ্মের ছুটির পর জুন মাসে আদালত খোলা পর্যন্ত গাউন পরা থেকে ছাড় পাবেন আইনজীবীরা।”

Advertisement

Notice

[আরও পড়ুন: ১৫ দিনের মধ্যে অমর্ত্যকে জমি খালির নোটিস, অন্যথায় বলপ্রয়োগের হুঁশিয়ারি বিশ্বভারতীর]

আদালতের ইতিহাসে আইনজীবীদের কালো গাউনে শিথিলতা অবশ্য এই প্রথমবার নয়। এর আগে করোনাকালে আইনজীবীদের কালো গাউন পরার প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর আবার গাউন পরতে বলা হয় আইনজীবীদের। এবার গরম থেকে রেহাই দিতেই গাউন না পরলেও চলবে বলেই জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

[আরও পড়ুন: ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার! স্বাস্থ্য প্রকল্পের আওতায় পঞ্চায়েত কর্মীরাও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement