Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

সমবায় দুর্নীতির তদন্তে CBI-ED, ডিভিশন বেঞ্চেও বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে কমল জরিমানার অঙ্ক।

Calcutta HC division bench stays ED CBI probe on cooperative scam । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 21, 2023 2:05 pm
  • Updated:September 21, 2023 4:06 pm  

গোবিন্দ রায়: আলিপুরদুয়ার সমবায় দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ বহাল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জরিমানার অঙ্ক কমানোর কথা জানায়। ৫০ লক্ষের বদলে ৫ লক্ষ টাকা দিতে হবে সিআইডিকে।

আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতেই চরম বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিআইডিকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ঠিক যেন থ্রিলার! NIA’র ওয়ান্টেড লিস্ট প্রকাশ হতেই কানাডায় ‘খুন’ খলিস্তানি]

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল। সুতরাং আলিপুরদুয়ারে সমবায় সমিতিতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির মামলার একযোগে তদন্ত করবে সিবিআই ও ইডি। সিআইডিকে ৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে।

[আরও পড়ুন: ফের বাড়ল জেল হেফাজতের মেয়াদ, এবার পুজোয় তিহাড়ই ঠিকানা অনুব্রতর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement