Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

OBC গেরোয় শূন্যপদ দুর্ভাগ্যজনক! নিম্ন আদালতে বিচারক নিয়োগ বন্ধে ‘ক্ষুব্ধ’ হাই কোর্টের

রাজ্যকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের।

Calcutta HC directs to recruits judge in lower court
Published by: Sayani Sen
  • Posted:March 26, 2025 1:54 am
  • Updated:March 26, 2025 1:55 am  

গোবিন্দ রায়: রাজ্যের নিম্ন আদালতগুলিতে শূন্যপদ উষ্মা প্রকাশ করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অন্যদিকে, হাই কোর্টের ওবিসি সংক্রান্ত নির্দেশের জেরে রাজ্যের নিম্ন আদালতে ওবিসি এ ও ওবিসি বি সংক্রান্ত শূন্যপদগুলি পূরণে স্থগিতাদেশ জারি করেছে হাই কোর্ট প্রশাসন।

জানা গিয়েছে, মঙ্গলবার একটি জামিন মামলার সূত্রে নিম্ন আদালতগুলিতে শূন্যপদ পূরণে রাজ্যকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রফিকুল শেখ নামে মালদহের এক ব্যক্তি দু’ বছর দু’মাস জেলে রয়েছেন। তিনি জামিনের আবেদন জানিয়ে হা ইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলার শুনানিতে তাঁর আইনজীবী সৌম্যজিৎ দাস মহাপাত্র জানান, “নিম্ন আদালতে বিচারক নেই। তাই শুনানি হচ্ছে না। এই বক্তব্য শোনার পরই ওই ব্যক্তির জামিন মঞ্জুর করার পাশাপাশি নির্দেশে বেঞ্চ জানায়, আমরা একাধিক মামলার ক্ষেত্রে একই অবস্থা দেখছি। শূন্যপদ পূরণ না হওয়া দুর্ভাগ্যজনক। এভাবে ফৌজদারি আদালতের কার্যবিধি চলতে পারে না। শূন্যপদ পূরণে অবিলম্বে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে।”

Advertisement

অন্যদিকে, এদিনই ওবিসি নিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশের পরও নিম্ন আদালতগুলিতে ওবিসি এ ও ওবিসি বি সংক্রান্ত শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি হয়। বিষয়টি ডিভিশন বেঞ্চের নজরে আনেন মামলাকারী। এরপরই হাই কোর্ট কর্তৃপক্ষকে ওই বিজ্ঞপ্তিতে স্থগিকতাদেশ জারি করতে বলে ডিভিশন বেঞ্চ। সেইমতো এবার নিম্ন আদালতে ওবিসি এ ও ওবিসি বি সংক্রান্ত শূন্যপদগুলি পূরণে স্থগিতাদেশ জারি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub