Advertisement
Advertisement
Calcutta HC

রাজ্যজুড়ে পোষ্যের বেআইনি প্রজনন ও বেচাকেনা! দ্রুত পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের

ঠিক কী বলল হাই কোর্ট?

Calcutta HC directed the state to take action against illegal breeding and sale of pets
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 30, 2024 1:36 pm
  • Updated:September 30, 2024 3:05 pm  

স্টাফ রিপোর্টার: নিয়মের তোয়াক্কা না করে রাজ্যজুড়ে পোষ্য কুকুরদের প্রজনন ও বেচাকেনা চলছে বলে অভিযোগ। যা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাই কোর্ট। এই সংক্রান্ত মামলায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি, রাজ্যকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট আইন মেনে দুটি বিষয়কেই অবিলম্বে বাস্তবায়িত করতে হবে বলেও জানিয়েছে আদালত।

বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কেপ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যথেচ্ছভাবে রাজ্যে পোষ্য কুকুরদের প্রজনন ও সব ধরনের পোষ্যদের বেচাকেনা চলছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। ১৯১৭ সালের আইন অনুযায়ী পোষ্য কুকুরদের যারা পেশাগতভাবে প্রজনন বা বেচাকেনার সঙ্গে যুক্ত তাদের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে নথিভুক্ত করার দাবি জানানো হয় আবেদনকারী সংস্থার তরফে। একইসঙ্গে ১৯১৯ সালের আইন অনুযায়ী সব ধরনের পোষ্যদের বিক্রয়কারী দোকান বা ব্যক্তিদের নাম প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে নথিভুক্ত করার কথাও বলা হয়। চলতি বছরের ২২ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরকে আবেদনকারীদের সঙ্গে বৈঠকে বসে সুনির্দিষ্ট রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আদালত আরও জানিয়েছে, এ ব্যাপারে ডিসেম্বরের মধ্যে জনসচেতনতা ক্যাম্প করতে হবে। আগামী বছর ১৬ জানুয়ারি আদালতে এই বিষয়ে রিপোর্ট পেশ করতে হবে। প্রসঙ্গত, যারা বাণিজ্যিকভাবে পোষ্য কুকুরের প্রজনন ও সব ধরনের পোষ্যদের বেচাকেনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement