Advertisement
Advertisement

Breaking News

বিচ্ছেদ মামলায় ধাক্কা মেয়রের, রত্না চট্টোপাধ্যায়ের আবেদন মঞ্জুর করল হাই কোর্ট

খোরপোশ মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ।

Calcutta HC blow to Mayor Sovan Chatterjee in alimony case
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 20, 2018 6:01 pm
  • Updated:August 20, 2018 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিবাহবিচ্ছেদের মামলা চলছে আলিপুর আদালতে৷ এই সংক্রান্ত অন্য একটি মামলায় কিন্তু জিতে গেলেন মেয়রপত্নী রত্না চট্টোপাধ্যায়৷ কলকাতা হাই কোর্টের নির্দেশ, বিবাহবিচ্ছেদ নয়, আগে খোরপোশ মামলার নিষ্পত্তি করতে হবে আলিপুর আদালতকে৷ তারপর নিম্ম আদালতে শুরু হবে বিবাহবিচ্ছেদের মূল মামলার শুনানি৷

[বিদ্যুতের খরচ কমাতে ‘আলোশ্রী’ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Advertisement

গত এপ্রিল মাস থেকে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাদ চলছে স্ত্রী রত্নার৷ কখনও বাড়িতে ঢুকতে না দেওয়া, আবার কখনও নজরদারি চালানো৷ একে অপরের বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়র ও তাঁর স্ত্রী৷ তাঁদের বিবাহবিচ্ছেদ মামলা চলছে আলিপুর আদালতে৷ বেহালায় মেয়রের পৈতৃকবাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন রত্না চট্টোপাধ্যায়৷ স্ত্রী ও সন্তানদের ছেড়ে শোভন চট্টোপাধ্যায় উঠেছেন গোলপার্কের একটি ফ্ল্যাটে৷ গত ২৬ জুন বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজিরা দিয়েছিলেন মেয়র৷ তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও৷ স্বামীর কাছ থেকে খোরপোশ বাবদ মাসে ১৫ লক্ষ চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন মেয়রপত্নী রত্না চট্টোপাধ্যায়৷ মেয়ের পড়াশোনার জন্য মাসে আরও দেড় লক্ষ টাকা দাবি করেছেন তিনি৷  স্ত্রীর কাছে আবার পালটা টাকার হিসেব  চেয়েছেন মেয়র৷ বিষয়টির এখনও নিস্পত্তি হয়নি৷ অথচ বিবাহবিচ্ছেদের শুনানি চলছে আলিপুর আদালতে৷ আগে বিবাহ বিচ্ছেদের শুনানিতে আপত্তি জানিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ তাঁর দাবি ছিল, আগে খোরপোশ সংক্রান্ত মামলাটির আগে নিষ্পত্তি করা হোক৷ তারপর বিবাহবিচ্ছেদ মামলাটি শুনানি হবে৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন আলিপুর আদালতে বিচারক৷

আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে পালটা মামলা করেন মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়৷ তাঁর আবেদন মঞ্জুর করেছে রাজ্যের সর্বোচ্চ আদালত৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ, আগামী ২ মাসের মধ্যে খোরপোশ সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি করতে হবে আলিপুর আদালতকে৷ তারপর শুরু হবে বিবাহবিচ্ছেদের মূল মামলাটির শুনানি৷

[ এবার লঞ্চে বসেই জানা যাবে ট্রেন-বাসের সময়, উদ্যোগ পরিবহণ দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement