Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

‘বোর্ড গঠনের আগে অপহৃত ৩ প্রার্থীকে খুঁজে বের করুন’, মুর্শিদাবাদের পুলিশ সুপারকে নির্দেশ হাই কোর্টের

মুর্শিদাবাদে বিরোধী দলের জয়ী প্রার্থীদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।

Calcutta HC asks Murshidabad SP to find kidnapped candidates before forming board
Published by: Paramita Paul
  • Posted:August 7, 2023 4:59 pm
  • Updated:August 7, 2023 4:59 pm  

গোবিন্দ রায়: মুর্শিদাবাদে বিরোধী দলের জয়ী প্রার্থীদের অপহরণ করা হয়েছে। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সেই মামলার প্রেক্ষিতে সোমবার মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বোর্ড গঠনের আগে অপহৃত তিন সদস্যকে খুঁজে বের করতে হবে। নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মুর্শিদাবাদের নওদায় চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হবে ১১ আগস্ট। কংগ্রেস ও আরএসপি দলের মোট ১৩ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ৩ জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। এপর্যন্ত নিখোঁজ কংগ্রেস ও আরএসপির তিন জয়ী প্রার্থী। অবিলম্বে তাঁদেরকে খুজে বের করার নির্দেশ দিল হাই কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: কোচবিহারে অব্যাহত রাজনৈতিক অশান্তি, ফের খুন তৃণমূল কর্মী]

 

আগামী ১১ আগস্ট বোর্ড গঠনের আগে তিনজনকে হাজির করতে হবে। মুর্শিদাবাদের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারক তীর্থঙ্কর ঘোষ। তিনি আরও জানিয়েছেন, নির্বাচিত জয়ী প্রার্থীদের খুঁজে বের করতে হবে। তাঁদের পরিবারকে অবিলম্বে আলাদা-আলাদাভাবে পুলিশি সুরক্ষা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পর্বে (Bengal Panchayat Election 2023) যথেষ্ট হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। বোর্ড গঠনের আগেও পুলিশ ও তৃণমূলের সন্ত্রাস চলছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি লিখেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, “এক দশক ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও এই রাজ্যে আপনার দল যেভাবে নির্বাচনে জেতার পথ অবলম্বন করছে, তা কি কোনও সভ্য সমাজের পক্ষে উপযুক্ত?”

[আরও পড়ুন: লিভ ইন পার্টনারের ২ সন্তানকে সেতু থেকে ধাক্কা যুবকের! ঝুলন্ত অবস্থাতেই ১০০ ডায়াল কিশোরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement