গোবিন্দ রায়: চিকিৎসকদের ছাড়পত্র পেলেই অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যে ২৬ সপ্তাহ পেরিয়ে গিয়েছে নাবালিকার গর্ভধারণের। তাই তার গর্ভপাতের ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র অত্যন্ত জরুরি।
পূর্ব মেদিনীপুরের নাবালিকাকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায়। সঙ্গে সঙ্গে হাসপাতাল মেডিক্যাল বোর্ড তৈরি করে সিদ্ধান্ত নেবে, নাবালিকার গর্ভপাত সম্ভব কি না। যদি তা সম্ভব হয় তবে ২৪ ঘণ্টার মধ্যে ১৩ বছরের নাবালিকার গর্ভপাত করতে হবে। এদিন স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। ইতিপূর্বে ১১ বছরের এক নাবালিকার গর্ভপাতের অনুমতি দিয়েছিল আদালত।
প্রসঙ্গত, ১৩ বছরের নাবালিকা। সে ও তার বোন থাকত দাদুর কাছে। বাবা-মা পেশায় পরিযায়ী শ্রমিক। দাদুর কাছে থাকবেও দুই বোনের ঠিকমতো খাবার জুটত না দুবেলা। আর সেই সুযোগটাই নিয়েছিল পাশের বাড়ির কাকু। খাবার দেওয়ার নামে মাঝেমধ্যেই নাবালিকাকে ডাকত বাড়িতে। সেইসময় কিশোরীর উপর চলত পাশবিক অত্যাচার। ফলত অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। বিষয়টা যখন জানাজানি হয় ততদিনে ২৫ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা কিশোরী। এমন পরিস্থিতিতে গর্ভপাতের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ পূর্ব মেদিনীপুরের নাবালিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.