গোবিন্দ রায়: ধর্মতলার পর খেজুরিতেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় একাধিক শর্ত চাপালেও পুলিশের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তাঁর প্রশ্ন, বারবার বিরোধীদের সভা করার জন্য আদালতে আসতে হচ্ছে কেন? শাসকদল কি সভা করার জন্য একই শর্ত মেনে আবেদন করে?
আগামী ২ ডিসেম্বর খেজুরিতে সভা করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জনসভার জন্য অনেক আগেই আবেদন জানিয়েছিল গেরুয়া শিবির। তার পরেও সভা করার অনুমতি দেয়নি পুলিশ। অভিযোগ, পুলিশ কোনও তথ্যই দিচ্ছে না। শেষ পর্যন্ত সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শুভেন্দু।
বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শুক্রবার শুভেন্দুকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়ে দিল। বিচারপতি জানিয়েছেন, শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। কোনওরকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত সভা চলবে। শুভেন্দুকে সভার অনুমতি দেওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর প্রশ্ন, বারবার বিরোধী দলকে সভার অনুমতি পেতে আদালতে কেন আসতে হচ্ছে? শাসকদল কি এত আগে থেকে সভার অনুমতি চায়? অর্থাৎ আদালতের প্রশ্ন, যে যে মাপকাঠিতে বিরোধীদের সভা বাতিল করা হচ্ছে, সেগুলি শাসকদল মেনে চলে তো?
উল্লেখ্য, এর ধর্মতলায় অমিত শাহর সভাও বাতিল করেছিল পুলিশ। পরে আদালতে গিয়েই সেই সভার অনুমতি পায় বিজেপি (BJP)। এবার খেজুরিতে শুভেন্দুর সভার ক্ষেত্রেও চিত্রনাট্যের ঘটনার পুনরাবৃত্তি হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.