গোবিন্দ রায়: অবশেষ মিলল অনুমতি। পশ্চিম মেদিনীপুরে নবকুঞ্জে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশের কাছে আবেদন করেও অনুমতি পাননি বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতার। অবশেষে আদালতের দ্বারস্থ হয়ে মিলল অনুমতি।
ওয়াল্ড ট্রাইবাল ডে বা বিশ্ব আধিবাসী দিবসে গোয়ালতোরের কলেজ মাঠে সভার অনুমতি পায়নি বিজেপি। তাই তাঁরা টিনবনি নবকুঞ্জ কলেজের মাঠে জমায়েত এবং সভার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে। এদিকে তৃণমূলও একই দিনে একই সময় পিনবনি হাটশালা কলেজের মাঠে জমায়েত, মিছিল এবং সভার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে।
দুপুর আড়াইটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত তৃণমূলের মিছিলের অনুমতি দিয়েছে পুলিশ। একই জায়গায় একই সঙ্গে বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানায় পুলিশ। যদিও বিজেপির দাবি, স্থানীয় থানা, জেলা পুলিশ সুপারের কাছে গত ৬ আগস্ট আবেদন করলেও আজও তাঁর উত্তর পায়নি শুভেন্দু অধিকারী। অবশেষে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মিছিল, সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ, কখনও পুলিশের বিরুদ্ধে সভার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। তো কখনও আবার আবেদনপত্রই দেখেনি তারা। অগত্যা বারবার সভা, মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। এবার ফের তেমনটাই ঘটল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.