Advertisement
Advertisement

Breaking News

Para teacher

পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর, উচ্চপ্রাথমিক স্কুলে রাজ্যের সংরক্ষণের সিদ্ধান্তে মান্যতা হাই কোর্টের

রাজ্যের এসএসসি রুলকেই মান্যতা দিল হাই কোর্ট।

Calcutta HC allows 10% reservation for para teacher । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:December 17, 2023 8:50 pm
  • Updated:December 17, 2023 8:50 pm  

গোবিন্দ রায়: পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর। রাজ্যের এসএসসি রুলকেই মান্যতা কলকাতা হাই কোর্টের। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ, উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য।

গত ২০১৬ সালে রাজ্য সরকার ১০ শতাংশ আসনে পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। পরের বছর থেকে এই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা দায়ের হয়। ৭ বছর পর ওই মামলাতেই রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষিত পার্শ্বশিক্ষকদের জন্য। অর্থাৎ রাজ্যের এসএসসি রুলকেই মান্যতা দিল হাই কোর্ট।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় দাউদাউ করে জ্বলছে বাড়ি, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা]

উল্লেখ্য, এতদিন ১২ হাজার ৯০৬টি পদে চাকরির জন্য কাউন্সেলিং করে এসএসসি। এতদিন ১ হাজার ৪৩৩টি শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ ছিল হাই কোর্টের। তবে এবার উচ্চপ্রাথমিক চাকরিতে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদেই হবে কাউন্সেলিং।

[আরও পড়ুন: ‘ভয় পাচ্ছি’, সংসদে হামলার পর ললিতদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিমাংশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement