ছবি: প্রতীকী।
গোবিন্দ রায়: পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর। রাজ্যের এসএসসি রুলকেই মান্যতা কলকাতা হাই কোর্টের। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ, উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য।
গত ২০১৬ সালে রাজ্য সরকার ১০ শতাংশ আসনে পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। পরের বছর থেকে এই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা দায়ের হয়। ৭ বছর পর ওই মামলাতেই রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষিত পার্শ্বশিক্ষকদের জন্য। অর্থাৎ রাজ্যের এসএসসি রুলকেই মান্যতা দিল হাই কোর্ট।
উল্লেখ্য, এতদিন ১২ হাজার ৯০৬টি পদে চাকরির জন্য কাউন্সেলিং করে এসএসসি। এতদিন ১ হাজার ৪৩৩টি শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ ছিল হাই কোর্টের। তবে এবার উচ্চপ্রাথমিক চাকরিতে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদেই হবে কাউন্সেলিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.