সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। গতবারের তুলনায় এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। কেন কমছে পড়ুয়া, তা নিয়ে আরও একবার উদ্বেগপ্রকাশ করল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকারকে সিলেবাস বদলের পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
এদিন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে উদ্বেগপ্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি এজিকে প্রশ্ন করেন, ‘‘এবছর মাধ্যমিকে পরীক্ষার্থী কমে গিয়েছে। এটা কেন হল রাজ্যকে ভাবতে হবে। শিক্ষক নিয়োগ করলে, সেই শিক্ষকেরা কাদের পড়াবেন তা চিন্তা করা প্রয়োজন। পড়ুয়া না থাকলে শিক্ষক থেকে লাভ কী? মাধ্যমিকে পড়ুয়া কমে যাওয়ার বিষয়ে এখন থেকেই রাজ্যের সতর্ক হওয়া উচিত। মাধ্যমিকের সিলেবাস আগে ঠিক করুন। সিলেবাস ঠিক না হলে সমস্যা আরও বাড়বে। দয়া করে নজর দিন।’’
অনেকেই মনে করছেন আইসিএসই, সিবিএসই’র তুলনায় মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস তেমন আধুনিক নয়। তার ফলে অন্যান্য বোর্ডের পড়ুয়াদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না পড়ুয়ারা। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তাঁরা সমস্যায় পড়ছেন। তাই মধ্যশিক্ষা পর্ষদ থেকে মুখ ফিরিয়ে আইসিএসই এবং সিবিএসই সিলেবাসে পঠনপাঠন চলা স্কুলের দিকে ঝুঁকছেন বেশিরভাগ অভিভাবক। সে কারণে মাধ্যমিকে (Madhyamik Exam) পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলেই অনুমান। তাই অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাস সংস্করণের পরামর্শ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.