সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবনে শপথ নেওয়ার পরই নবনির্বাচিত চার মন্ত্রীর দপ্তর বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় দায়িত্ব পাচ্ছেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু। রাজ্যের দমকল দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুজিত। শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে দমকল দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। লোকসভা ভোটের আগে তাঁর উপর চাপ কমাতেই সুজিত বসুকে দমকল দপ্তরের স্বাধীন দায়িত্ব দেওয়া হল।
অন্যদিকে, তাপস রায় পেলেন পরিকল্পনা এবং পরিষদীয় দপ্তরের স্বাধীন দায়িত্ব। এই দপ্তরটির দায়িত্বে এতদিন ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁকে দেওয়া হল আবাসন দপ্তরের স্বাধীন দায়িত্ব। এই দপ্তরটি রয়েছে অরূপ বিশ্বাসের হাতে। লোকসভার আগে তাঁরও কার্যভার কিছুটা লঘু করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। আবাসন ছাড়াও আরও একাধিক দপ্তর আছে চন্দ্রিমার হাতে। এই মুহূর্তে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁরও চাপ কিছুটা কমালেন মুখ্যমন্ত্রী। লোকসভার আগে তাঁকে সাংগঠনিক কাজে লাগানো হতে পারে। নবনির্বাচিত অপর এক মন্ত্রী রত্না ঘোষ পেলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর পদ। অন্যদিকে শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করা হল ডঃ নির্মল মাজিকে। আপাতত শ্রম দপ্তরটি রয়েছে মলয় ঘটকের হাতে।
এদিন দুপুর দেড়টা নাগাদ রাজভবনে একে একে শপথ নেন চার মন্ত্রী। তাপস রায়, সুজিত বসু, রত্না ঘোষ কর এবং নির্মল মাজিদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শপথগ্রহণ অনুষ্ঠানের পর নবান্নের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই তাদের নতুন দপ্তরের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। নবনির্বাচিত মন্ত্রীদের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার আগে দলের তিন শীর্ষ নেতার দায়িত্ব কমিয়ে আসলে তাদের সাংগঠনিক কাজে ব্যবহার করতে চাইছেন মুখ্যমন্ত্রী, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.