Advertisement
Advertisement

এনআরসি’র আগেই নাগরিকত্ব বিল, নেতাজি ইন্ডোরে ঘোষণা অমিত শাহের

‘এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল’, শাসকদলকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

'CAB will come before NRC’, Amit Shah announce in Kolkata
Published by: Tanujit Das
  • Posted:October 1, 2019 4:47 pm
  • Updated:October 1, 2019 9:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘একজন শরণার্থীও দেশ ছাড়া বা বাংলা ছাড়া হবেন না৷’’ নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসের সুরে এই ঘোষণাই করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তৃণমূল কংগ্রেসকে বিঁধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানালেন, এনআরসি ইস্যুতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে শাসকদল৷ আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে, তারপরেই এনআরসি জারি হবে বাংলায়৷ অনুপ্রবেশকারীদের ঘার ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করা হবে৷

[ আরও পড়ুন: জল্পনার অবসান, অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে সব্যসাচী দত্ত ]

Advertisement

এদিনের বক্তৃতার শুরুতেই বাংলার মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান জানান কেন্দ্রীয় সভাপতি৷ লোকসভা নির্বাচনে বাংলা থেকে গেরুয়া শিবিরের ঝুলিতে ১৮ আসন দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ জানান তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বাংলার সাহায্য ছাড়া বিজেপির পক্ষে ৩০০ আসনের গণ্ডি টপকানো সম্ভব ছিল না৷ একক সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তিতে এ রাজ্যের অবদান অনস্বীকার্য৷’’ এরপরই এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ দ্ব্যর্থ কণ্ঠে তৃণমূলকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘এনআরসি নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে৷ মমতা দিদি বলছেন, এনআরসি এলেই হিন্দু শরণার্থীদের বাংলা ছাড়তে হবে৷ এর চেয়ে বড় মিথ্যা আর হতে পারে না৷ আমি বলছি হিন্দু-বৌদ্ধ-জৈন-খ্রিস্টান-শিখ, কোন শরণার্থীদের ভারত সরকার দেশ ছাড়তে দেবে না৷ বাংলার জনতাকে বিভ্রান্ত করতে এই মিথ্যা রটানো হচ্ছে৷ রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে৷ আপনারা নিশ্চিন্ত থাকুন এনআরসি’র আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে৷ শরণার্থীদের স্বার্থ সুরক্ষা করা হবে৷ শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি সরকার৷ তাঁদের ভোট দেওয়ার অধিকার দেবে সরকার৷ বিজেপি সরকার তাঁদের প্রধানমন্ত্রী হওয়ার অধিকার দেবে৷’’ এ দিনের মঞ্চ থেকেই দলীয় কর্মীদের প্রতিটি শরণার্থীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন কেন্দ্রীয় সভাপতি৷ স্পষ্ট জানান, যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা দূর করতে হবে৷

[ আরও পড়ুন: বিশেষজ্ঞদের বৈঠকে মিলল না সমাধান, পুজোতে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল ]

এখানেই শেষ নয়, শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ করে অমিত শাহ জানান, গত চার মাসে এ রাজ্যে তাঁদের ৩০ জন কর্মী শহিদ হয়েছেন৷ কিন্তু আগামিদিনে তাঁদের নির্বাচন বিফলে যাবে না৷ তাঁদের বলিদানের বদলে আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির৷ পাশাপাশি, বিজেপিকে ‘বাইরের পার্টি’ বলে যে কটাক্ষ ছুঁড়ে দেন শাসকদলের নেতারা, এ দিন সেই সমস্ত সমালোচনারও জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement