Advertisement
Advertisement

Breaking News

ধোপে টিকল না শুভেন্দুর আপত্তি, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার বীরেন্দ্রই, শপথ নেওয়ালেন রাজ্যপাল

'নিয়োগ দুর্ভাগ্যজনক', বলছেন বিরোধী দলনেতা।

C Virendra appointed as WB Chief Information Commissioner, takes oath | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 10, 2023 3:25 pm
  • Updated:April 10, 2023 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর ওজর আপত্তি ধোপে টিকল না। রাজ্যের মুখ্য তথ্য় কমিশনার পদে আগামী ৩ বছরের জন্য নিযুক্ত হলেন প্রাক্তন ডিজি সি বীরেন্দ্র। সোমবার রাজভবনে তাঁকে শপথবাক্য় পাঠ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিরোধী দলনেতার আপত্তি সত্ত্বেও এই নিয়োগে রাজভবনের সিলমোহর পড়ায় ‘গোঁসা’ হয়েছে শুভেন্দু অধিকারীর। তাঁর কথায়, এই নিয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক।

সোমবার রাজভবনে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদে শপথ নেন প্রাক্তন ডিজি বীরেন্দ্র। এই নিয়োগ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কারণ হিসেবূে জানিয়েছিলেন, পদে নিয়োগের জন্য আবেদন নিয়ম মেনে হয়নি। পূর্ব নির্ধারিত ব্যক্তিকেই অনুমোদন দেওয়া হচ্ছে। এই অজুহাতে নতুন তথ্য কমিশনারের নাম ঠিক করার বৈঠকেও গরহাজির ছিলেন তিনি। বিরোধী দলনেতার অনুপস্থিতিতেই নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে সি বীরেন্দ্র নাম ঘোষিত হয়। ধোপে টেকেনি শুভেন্দুর আপত্তি। এবারক সেই ওজর আপত্তিতে আমল দিলেন না রাজ্যপালও। এদিন রাজভবনে বীরেন্দ্রকে শপথবাক্য পাঠ করান সি ভি আনন্দ বোস। আর তাতেই রাজ্যপালের উপর ফের গোঁসা হয়েছে বিজেপি নেতার।

Advertisement

 

[আরও পড়ুন: উধাও সিসি ক্যামেরা, ফুটেজের অভাবে রাজু ঝা খুনের সপ্তাহখানেক পরেও তদন্ত গতিহীন]

এদিন ফের টুইটারে বিরোধী দলনেতা লেখেন, নিয়োগ কমিটির সদস্য হওয়ার সুবাদে রাজ্য় মুখ্য তথ্য কমিশনার পদে সি বীরেন্দ্র নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কারণ শূন্যপদ পূরণের আবেদনে নিয়ম মানা হয়নি। তবুও মাননীয় রাজ্যপাল নিয়োগ প্রক্রিয়া এগিয়ে গেলেন।” তাঁর দাবি, শাসকদলের প্রতি অনুগত সি বীরেন্দ্র। তাই একুসের বিধানসভা ভোটের আগে ডিজি পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। এমনকী, ভোট সংক্রান্ত কোনও কাজে যুক্ত না থাকারও নির্দেশ দিয়েছিল। তারপরেও রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদে বীরেন্দ্র নিয়োগ ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করেছেন শুভেন্দু।

এর আগে রাজ্যে অশান্তি নিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এমনকী, প্রাক্তন দুই রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনকড়ের সঙ্গে তুলনা টেনেছিলেন। এবার মুখ্য তথ্য কমিশনার পদে নিয়োগ নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

[আরও পড়ুন: একইদিনে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস, উঠল গো-ব্যাক স্লোগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement