Advertisement
Advertisement

Breaking News

C V Anand Bose

‘শান্তিপূর্ণ আন্দোলন দমন চলবে না’, নবান্ন অভিযানের আগে বার্তা রাজ্যপালের, ফের পথে নামছেন ডাক্তাররাও

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শহরজুড়ে প্রতিবাদ চলছে।

C V Anand Bose opens up on Nabanna Abhijan

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:August 26, 2024 11:38 pm
  • Updated:August 26, 2024 11:57 pm  

সুদীপ রায়চৌধুরী ও ক্ষীরোদ ভট্টাচার্য: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের আগে বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয় রাজভবন থেকে। যার মূল কথা, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের দমনে সরকারি শক্তি প্রয়োগ চলবে না। শুধু ছাত্ররা নয়, বুধবার ফের রাস্তায় নামছে চিকিৎসকরা। জুনিয়র ডক্টরস ফেডারেশন শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। সোমবার রাতে মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জিবি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহারের এখনও কোনও চিহ্ন নেই।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শহরজুড়ে প্রতিবাদ চলছে। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘অরাজনৈতিক’ সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। কিন্তু এর নেপথ্যে বিজেপি-আরএসএসের যোগ রয়েছে বলে দাবি রাজ্য়ের শাসকদল তৃণমূলের। ছাত্রদের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তার পরেও জমায়েত হতে পারে এই আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকেই কোমর বেঁধে নামছে পুলিশ। নবান্নের নিরাপত্তায় থাকছেন প্রায় ১০০ উচ্চপদস্থ পুলিশ কর্তা। ২ হাজার কনস্টেবল। এছাড়াও কলকাতা ও হাওড়া ঘিরে রাখবে পুলিশ। এমন পরিস্থিতিতে তাৎপর্পূর্ণ বার্তা দিলেন সি ভি আনন্দ বোস।

Advertisement

[আরও পড়ুন: মিছিলের আড়ালে ‘লাশের রাজনীতি’! নেপথ্যে কে? প্রশ্নের জবাবে ঢোক গিলছেন ছাত্র নেতারা়]

ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন,”আগামীকাল বাংলার ছাত্র সমাজ শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে। এর মধ্যে জোর করে আন্দোলন দমনের খবর আসছে। আমি সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে বলতে চাই, শান্তিপূর্ণ প্রতিবাদীদের দমন করতে বাংলায় যেন সরকারি ক্ষমতার অপব্যবহার করা না হয়। মনে রাখবেন, গণতন্ত্র মানে নীরব সংখ্যাগরিষ্ঠতা। সংখ্যাগরিষ্ঠতার কণ্ঠরোধ করা নয়।”

[আরও পড়ুন: ‘প্রত্যেকেই আমাকে অশ্লীলভাবে ছুঁয়েছে!’ ৪ নায়কের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement