Advertisement
Advertisement

২০২০ সালের মধ্যে শহরে দিনভর জলের পরিষেবা

প্রতিশ্রুতি মেয়র শোভন চট্টোপাধ্যায়ের৷

By 2020 Kolkata will have all day running water service
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 9:57 am
  • Updated:September 22, 2016 9:57 am  

স্টাফ রিপোর্টার: লক্ষ্য ২০২০ সাল৷ তার মধ্যেই শহরের ৪০টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা ও বাকি ওয়ার্ডগুলিতে ১২ ঘণ্টার জলের সুবিধা পেতে চলেছে শহরবাসী৷ বুধবার কলকাতা পুরসভায় এশিয়ান ডেভলপমেণ্ট ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই কথা জানালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

এদিন মেয়র জানান, “এতদিন পর্যন্ত দিনে চার থেকে পাঁচ ঘণ্টা জল পেত শহরবাসী৷ এই প্রকল্পের কাজ শেষ হলেই জল নিয়ে কোনও অভিযোগ থাকবে না শহরবাসীর৷ জল তৈরির জন্য এডিবি কোনও বিনিয়োগ নতুন করে করবে না৷ কারণ শহরে যে পরিমাণ জল প্রতিদিন তৈরি হচ্ছে, তাতে সেনসাল অনুযায়ী শহরবাসীর মাথা পিছু ৪০ গ্যালন জল রয়েছে৷ কিন্তু সরবরাহের কাজ কিছুটা বাকি ছিল, আর তাতে বিনিয়োগ করতে আগ্রহী এডিবি৷ এর জন্য আরও অতিরিক্ত ১২ মিলিয়ন ডলার তারা দেবে৷ যাতে শহরের সব ওয়ার্ডেই ১২ ঘণ্টা জল পৌঁছে দেওয়া যায়৷”

Advertisement

এদিন বৈঠকে কলকাতা পুরসভার তরফে এশিয়ান ডেভলপমেণ্ট ব্যাঙ্কের প্রতিনিধিদের জানানো হয়, দ্বিতীয় ট্রান্সের টেন্ডার ইতিমধ্যে ডেকেছে কলকাতা পুরসভা৷ যার ১৩০০ কোটি টাকা ইতিমধ্যে এডিবির তরফে অনুমোদনও পেয়েছে৷ সেই টাকাও দ্রুত অক্টোবর মাসের মধ্যে চলে আসবে৷ কাশীপুর জোনে এক থেকে ছ’নম্বর ওয়ার্ডে ২৪ ঘণ্টা জল সরবরাহের ব্যবস্থার জন্য পুরসভার ‘ওয়াটার লস ম্যানেজমেণ্ট’-এর আওতায় প্রায় ১৮০ কোটি টাকা কাজ হচ্ছে৷ একই সঙ্গে ধাপায় জয়হিন্দ প্রকল্প থেকেও ২৪ ঘণ্টা জল সরবরাহের কাজ চলছে৷ এতে বেলেঘাটার কিছু অংশ উপকৃত হবে৷

পাশাপাশি জোকায় ৪৫০ কোটি টাকার জল সরবরাহ প্রকল্পের কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে৷ এর বাইরে যে সব ওয়ার্ড রয়েছে সেখানে যাতে ১২ ঘণ্টা জল পাওয়া যায়, তার জন্যও বিনিয়োগ করা হবে৷ নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের টেকনিক্যাল সহায়তা দেবে এডিবি৷ এই প্রকল্পের পরিকল্পনা ও কার্যকর বাবদ ইতিমধ্যে ১২ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৭২ কোটি টাকা দিয়েছে এডিবি৷ মেয়র এডিবি কর্তৃপক্ষকে জানিয়েছে, ৭২ কোটি টাকায় এই প্রকল্পের কাজ শুরু হলেও প্রয়োজন ৫০০ থেকে ৬০০ কোটি টাকা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement