অর্ণব আইচ: বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে৷ এখনও পর্যন্ত যদিও মৃত মহিলার নাম ও পরিচয়ের বিষয়ে নির্দিষ্ট করে কোনও খবর পাওয়া যায়নি৷ তবে মৃতা মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন বলে মনে করা হচ্ছে৷ দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
[ব্যাটারি খেল খুদে! খাদ্যনালিতে সফল অস্ত্রোপচার করে শিশুকে বিপন্মুক্ত করল মেডিক্যাল]
শনিবার সকাল, ৮.১৫ মিনিট নাগাদ রোজকার মতোই যান চলাচল করছিল ফোর্ট উইলিয়ামের সামনে দিয়ে৷ হঠাৎ আর্তনাদ শুনে নিত্যযাত্রীরা ছুটে আসেন৷ দেখা যায়, রাজ্য পরিবহন দপ্তরের একটি এসবিএসটিসি বাসের ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন এক মহিলা৷ তাঁর শ্বাস চলছিল কিনা বুঝতে পারছিলেন না উপস্থিত পথচারীরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পুলিশ আসে পুলিশ৷ ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ জানা গিয়েছে, বাসটি দুর্গাপুর থেকে কলকাতার দিকে আসছিল৷
[শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর চিন সফর, তুঙ্গে বিতর্ক]
শনিবার সাত সকালে এমন দুর্ঘটনায় যথারীতি সাময়িক আতঙ্ক ছড়ায় ফোর্ট উইলিয়াম চত্বরে৷ প্রশ্ন উঠেছে পথচারীদের নিরাপত্তা নিয়ে৷ কারণ প্রায় প্রত্যেকদিনই পথ দুর্ঘটনায় কলকাতার রাস্তায় হতাহতের খবর পাওয়া যায়৷ রাজ্য সরকার ও কলকাতা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে বহুবার সচেতন করা হয়েছে৷ শুরু করা হয়েছে সেফ ড্রাইভ, সেভ লাইফের মতো প্রকল্প৷ তাও এখনও পুলিশের নজর এড়িয়ে আইন ভাঙার কাজ চলছে কোনও কোনও জায়গায়৷ যা আটকাতেও তৎপর হচ্ছে প্রশাসন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.