সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটি বাসের রেষারেষির জেরে অঘটন। গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উলটে গেল যাত্রীবোঝাই বাস। সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ের দুর্ঘটনাকে(Salt Lake Accident) কেন্দ্র করে ব্যাহত হয় যানচলাচল।
কেবি ১৬ রুটের একটি বাস গোদরেজ ওয়াটারসাইডের দিক দিয়ে যাচ্ছিল। যাত্রীবোঝাই বাসটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করে। সেই সময় আরএস সফটওয়্যার বিল্ডিংয়ের দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি সজোরে বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উলটে যায় বাসটি। এই ঘটনায় চার চাকা গাড়ির চালক-সহ অন্তত ৮ জন জখম হন। আহতদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনাগ্রস্ত চার চাকা গাড়ি এবং বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে পাঁচটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করছিল চার চাকা গাড়িটি? তা খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। বাসচালককেও আটক করেছে পুলিশ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.