সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনযুদ্ধ শেষ। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharjee)। খবর পাওয়ামাত্রই তাঁর পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে পৌঁছেছে বামনেতৃত্ব। এদিন বেলা সাড়ে বারোটা পর্যন্ত পাম অ্যাভিনিউতে থাকবে দেহ। আগামিকাল হবে শেষযাত্রা। সূচি জানালেন মহম্মদ সেলিম।
বহুবছর ধরে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে রাজনীতির খবর তিনি রাখতেন সর্বদা। সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকেও নতুন প্রজন্মকে বরাবর ভরসা জুগিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হয়, বাড়তে থাকে জ্বর। চিকিৎসকে খবর দেওয়া হয়। তিনি গেলেও শেষরক্ষা হয়নি। বেলা ৮ টা বেজে ২০ মিনিটে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হয়। এর পরই পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম-সহ অন্যান্য নেতারা। বাম জমানার শেষ সেনাপতির প্রয়াণে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছেন অনুগামীরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অনুরাগীদের ঢল।
এদিন মহম্মদ সেলিম জানান, “বউদির সঙ্গে কথা হয়েছে। বুদ্ধবাবুর দেহদান করা ছিল। সেই মতোই সমস্ত প্রক্রিয়া হবে।” সেলিম জানিয়েছেন, এদিন বেলা ১২ টা বেজে ৩০ মিনিট পর্যন্ত দেহ থাকবে পাম অ্যাভিনিউতে। তার পর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। রাতভর সেখানে দেহ সংরক্ষণ করা হবে। অন্যান্য রাজ্য থেকে নেতারা আসবেন বলে এদিন দেহ সংরক্ষণের সিদ্ধান্ত। আগামিকাল সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধবাবুর দেহ রওনা দেবে বিধানসভার উদ্দেশে। সেখানে থাকবে আধ ঘণ্টা। আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবনে দেহ থাকবে ১২ টা থেকে ৩ টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। তার পর দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সেখানে দেহ থাকবে ৩ টে ৪৫ পর্যন্ত। এর পর দেহদানের জন্য শেষযাত্রা হবে। দেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার হাসপাতালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.