Advertisement
Advertisement
BSF

লেকটাউনের কাছে ট্যাক্সিতে ধাক্কা, বিএসএফের গাড়ি দুর্ঘটনায় আহত জওয়ান-সহ ৫

বিএসএফের গাড়ির গতিবেগ অনেক বেশি ছিল বলে অভিযোগ।

BSF vehicle clashed with taxi at Lake Town, 5 injured including 2 jawans | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:January 8, 2023 3:54 pm
  • Updated:January 8, 2023 4:13 pm

দীপালি সেন: লেকটাউনের (Lake Town) কাছে দুর্ঘটনার কবলে পড়ল বিএসএফের গাড়ি। তাতে ২ জওয়ানের আহত হওয়ার খবর মিলছে। জানা গিয়েছে, রবিবার দুপুরে ভিআইপি রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি ট্যাক্সিকে ধাক্কা দেয় বিএসএফের (BSF) গাড়িটি। ট্যাক্সিতে থাকার ৩ যাত্রীও আহত হয়েছেন বলে খবর। জখম পাঁচ জনকেই চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে।  

লেকটাউন ট্রাফিক পুলিশ সূত্রে  জানা গিয়েছে,  দুপুর সাড়ে তিনটে নাগাদ ভিআইপি রোডের উপর লেকটাউন মোড়ের কাছে একটি যাত্রীবাহী ট্যাক্সি (Taxi) দাঁড়িয়েছিল। ইউ টার্ন (U Turn) নেওয়ার জন্য সিগন্যালে দাঁড়িয়েছিল ট্যাক্সিটি। এমন সময়ে পিছন থেকে একটি বিএসএফের গাড়ি এসে ট্যাক্সিতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে বিএসএফের গাড়ির চালক-সহ ২ জওয়ান আহত হন বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘রবীন্দ্র-নজরুলের চেয়ে কম নন মমতা’, নদিয়ার স্কুলের বুক লিস্টে মুখ্যমন্ত্রীর ছবি, বিতর্কে প্রধান শিক্ষক]

এদিকে, ট্যাক্সিতে থাকা যাত্রীদের মধ্যেও ৩ জন আহত হন। দুর্ঘটনার পরই লেকটাউন ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কারও আঘাত তেমন গুরুতর নয়। পথচারীদের অভিযোগ, বিএসএফের গাড়িটি উল্টোডাঙার দিকে আসছিল, তা অতিরিক্ত গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিতে ধাক্কা দেয়। তাতেই এই দুর্ঘটনা ঘটে। এর জেরে ভিআইপি রোডে যানজট তৈরি হয়।

[আরও পড়ুন: ফের বিমানে নেশাতুর যাত্রীদের দৌরাত্ম্য! নামিয়ে দেওয়া হল দুই রাশিয়ানকে, উল্লাসে হাততালি যাত্রীদের]

যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। উল্টোডাঙা, দমদম বিমানবন্দর সংযোগকারী ভিআইপি রোড দিয়ে নানা দিকের গাড়ি যাতায়াত করে। সেসব দিকের যানবাহন আটকে পড়বে। এলাকাবাসীর আশঙ্কা, এই দুর্ঘটনার ফলে ভিআইপি রোডে যান চলাচল বেশ ব্যাহত হবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement