প্রতীকী ছবি
অর্ণব আইচ: গানের স্কুলেই নাবালিকাকে যৌন নির্যাতন! বিস্ফোরক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সম্পর্কে তিনি গায়ক পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই। মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করেন দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারু মার্কেট এলাকায় একটি গানের স্কুল রয়েছে। সেখানেই গান শেখান সঞ্জয় চক্রবর্তী। এখানেই গান শিখতে আসত অভিযোগকারিণী এক নাবালিকা কিশোরী। পুজোর আগেই ওই নাবালিকার অভিভাবকরা চারু মার্কেট থানায় অভিযোগ জানান যে, সঙ্গীত শেখানোর নামে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই ওই নাবালিকার যৌন হেনস্থা করেন সঞ্জয় চক্রবর্তী। পুলিশের সূত্র জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পরই সঞ্জয় মুম্বইয়ে চলে যান। সেখানে তাঁর পরিচিত কয়েকজন গায়ক-গায়িকার বাড়িতেই থাকতে শুরু করেন।
মুম্বইয়ে থাকাকালীন তিনি হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান। কিন্তু ওই আবেদন খারিজ করেন আদালত। যদিও অভিযুক্ত ওই শিল্পী কলকাতায় আসছিলেন না। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেই কারণেই চারু মার্কেট থানার একটি টিম মুম্বইয়ে হানা দেয়। তাঁর পরিচিত এক সঙ্গীতশিল্পীর বাড়ির কাছ থেকেই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.