সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর কাণ্ডের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। রবিবার ফের গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানালেন, গোটা ঘটনায় তাঁর গাড়ির চালক ভয় পেয়ে গিয়েছিলেন। আহত ছাত্রের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। যদিও যেভাবে অধ্যাপকদের উপর অত্যাচার হয়েছে, সেটাও কাম্য নয় বলেই মন্তব্য ব্রাত্য বসুর।
ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আক্রান্ত হন অধ্য়াপকরাও। ব্রাত্য বসু বিশ্ববিদ্য়ালয় ছাড়ার সময় তাঁর গাড়িতে আহত হন এসএফআই সদস্য এক ছাত্র। আহত হয়েছেন আরও এক ছাত্রও। আহত ইন্দ্রানুজ রায়ের পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করলেন শিক্ষামন্ত্রী। প্রয়োজনে তাঁর বাবার সঙ্গে কথা বলবেন বলেও জানালেন তিনি। তবে তৃণমূল নেতার ছেলে অভিনব বসুর আহতদের হওয়ার বিষয়ে ব্রাত্য বলেন, “শুনেছিলাম অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের গাড়ি ওই যুবকের পায়ের উপর দিয়ে গিয়েছে। কিন্তু অধ্যাপক জানিয়েছেন ওনার গাড়িতে এরকম কিছু ঘটেনি।”
এরপরই ব্রাত্য বসু বলেন, যেভাবে ছাত্ররা হামলা চালিয়েছে সেটা কোনওভাবেই কাম্য নয়। ব্রাত্য বসু জানান, তিনি ছাত্রদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তা সত্ত্বেও এহেন পরিস্থিতি তৈরি হয়। বেরনোর সময় ছাত্ররা ওভাবে হামলা করায় ভয় পেয়ে যান তাঁর গাড়ির চালক। কিছু বুঝে ওঠার আগেই আহত হন ইন্দ্রানুজ। সেবিষয়ে দুঃখপ্রকাশ করলেও এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না বলেও মন্তব্য করেন ব্রাত্য। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বললেন, “আবার আসব, দেখি ওরা কী করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.