Advertisement
Advertisement

Breaking News

Bratya Basu

যোগ্যদের কি চাকরি যাবে? ‘হতে পারে না’, হাই কোর্টের রায়ের পর বলছেন ব্রাত্য

রাজ্য মন্ত্রিসভার পদত্যাগ দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।

Bratya Basu opens up on SSC verdict by Calcutta HC

ছবি: ফেসবুক

Published by: Paramita Paul
  • Posted:April 22, 2024 6:26 pm
  • Updated:April 22, 2024 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টের নির্দেশ ‘চাকরিহারা’ প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। অযোগ্যদের শাস্তি দিতে গিয়ে বিপাকে যোগ্যরাও! ২০১৬-র এসএসসির পুরো প্যানেল বাতিলের জেরে চাকরি যাবে বহু যোগ্য চাকরিরত-রও! মাথায় হাত পড়েছে অনেকের। তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বার্তা, যোগ্যদের চাকরি যেতে দেবে না সরকার। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবে। এদিকে পুরো বিষয়টিকে রাজ্য় ‘স্পনসর্ড’ দুর্নীতি বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। মন্ত্রিসভার পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন তিনি।

ভোটের মরশুমে কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। দুর্নীতির দায়ে বাতিল হয়েছে এসএসসি-র পুরো প্য়ানেল। যদিও ব্রাত্যর গলায় অন্য় সুর। তাঁর দাবি, এসএসসি-র দাবিকেই মান্যতা দিল হাই কোর্ট। ব্রাত্য বলছেন, “ভোটে এর কোনও প্রভাব পড়বে না। অযোগ্যদের বের করে দিয়ে নতুন নিয়োগ দিতে চাই আমরা। সেই আবেদন হাই কোর্টে করেছিল এসএসসি-ই।” কিন্তু সেই আর্জি বুঝতে না পেরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছিলেন। এমনটাই দাবি শিক্ষামন্ত্রীর। 

Advertisement

[আরও পড়ুন: ফেসবুক বান্ধবীর টাকা-গয়না হাতিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ! মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার যুবক]

হাই কোর্টের রায়ে যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? সেই প্রশ্নের জবাবে ব্রাত্য বলেন, “আমাদের সরকার বলছ, এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট যাওয়ার কথা চলছে।”

পালটা দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, “এটা পুরোপুরি রাজ্য় স্পনসর্ড দুর্নীতি। সবটাই রাজ্য় করেছে। রাজ্য মন্ত্রিসভা উচিত পদত্যাগ করা।” তার সেই দাবিকে আমল দিয়ে রাজি নয় রাজ্য সরকার।

[আরও পড়ুন: ‘রায়ে খুশি নই’, হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement