সুব্রত বিশ্বাস: রেলের স্বাস্থ্যবিভাগকে চাঙ্গা করতে চিকিৎসকদের গ্রেড বাড়ানো হল। সঙ্গে শিয়ালদহ বি আর সিং হাসপাতালের শীর্ষে আনা হল হায়ার অ্যাডমিনিসট্রেটিভ গ্রেডের চিকিৎসককে। পদটিতে ভারতীয় রেলের মেডিক্যাল সার্ভিসের সর্বাধিক প্রবীণ ডেন্টাল সার্জনকে ওবসানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।
চিকিৎসকদের পদোন্নতির সুবিধা দিতে এই গ্রেড উন্নয়ণ বলে স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে। ভারতীয় রেলে হায়ার অ্যাডমিনিসট্রেডিড গ্রেড ১২টি ছিল। যা এখন বাড়িয়ে করা হল ২০টি। অন্যদিকে, সিনিয়র অ্যাডমিনিসট্রেটিভ গ্রেড ভারতীয় রেল ছিল ১৫৪টি তা কমিয়ে করা হল ১৪৬টি। এই আটটি পদের উন্নয়ণ ঘটানোর উদ্দেশ্য রেলের সবক’টি জোনে প্রিন্সিপ্যাল চিফ মেডিক্যাল ডিরেক্টরদের সম গ্রেডে আনা। আগে ভারতীয় রেলে ন’টি জোন ছিল এখন বেড়ে ষোলোটি। জোনের সর্বোচ্চ স্বাস্থ্য বিভাগীয় কর্তারা (পিসিএমডি) ছাড়া ওই পদ মর্যাদার আধিকারিক এখন পেল বি আর সিং হাসপাতালও।
একদিকে যেমন পদ মর্যাদা বাড়িয়ে পদোন্নোতির সুযোগ দেওয়া হল, অন্য দিকে ভারতীয় রেল (Indian Railways) থেকে ১৬টি ওয়ার্কচার্জ পোস্টের অবলুপ্তি ঘটানো হল। ফলে কলকাতায় যে মেট্রো প্রকল্পের কাজ চলছে তার স্বাস্থ্য পদকর্তার ওই পদটি তুলে দেওয়া হল। বি আর সিং হাসপাতালে পিসিএমডি পদের ডাক্তার বসানোর পাশাপাশি পেরাম্বুর হাসপাতালে ওই পদের স্বাস্থ্যকর্তা বসানো হয়েছে, নর্দান রেলে ওই পদ মর্যাদার চিকিৎসক ছিলেন না এখন তা দেওয়া হল।
সবমিলিয়ে, স্বাস্থ্যবিভাগকে আরও চাঙ্গা করে তুলতেই এই পদক্ষেপ করেচে ভারতীয় রেল। এর ফলে প্রশাসনিক স্তরে কাজকর্ম করতে অনেক বেশি সুবিধা হবে। এছাড়া, কলকাতা শহরে রেলকর্মীদের চিকিৎসার ক্ষেত্রে বি আর সিং হাসপাতালের গুরুত্ব যথেষ্ট। ফলে হাসপাতালটির প্রশাসনিক স্তরে গুরুত্ব বাড়ানোর প্রয়োজন ছিলই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.