অর্ণব আইচ ও বিধান নস্কর: বাংলাদেশ সাংসদ খুনের তদন্তে আশার আলো। রবিবার সকালে বাগজোলা খাল থেকে উদ্ধার হল একাধিক হাড়। অভিযুক্ত সিয়ামের বয়ানের উপর ভিত্তি করে তল্লাশি চালিয়ে মিলল সাফল্য। তবে এই হাড় সাংসদেরই কি না, তা ফরেনসিক পরীক্ষার পরই স্পষ্ট হবে।
নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে ধৃত সিয়ামকে নিয়ে সিআইডি ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি শুরু করে। সঙ্গে ছিল নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম। ডুবুরি নামিয়ে চলছিল তল্লাশি। উদ্ধার হয় বেশ কিছু হাড়। এর মধ্যে বেশ কিছু লম্বাটে হাড়ও রয়েছে। ধৃত সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের হার। যদিও পুলিশের তরফ থেকে সেই হাড়ের ফরেনসিক পরীক্ষা করা হবে, তার পর তাঁরা নিশ্চিত হতে পাবেন।
উল্লেখ্য, এর আগে গ্রেপ্তার হাওয়া জিয়াদ যে জায়গার কথা বলেছিল, তার থেকে ভিন্ন জায়গার কথা বলেছে সিয়াম। সেই জায়গাতেই এদিন তল্লাশি চালানো হয়। তাতেই মিলল সাফল্য।
পুলিশের সূত্র জানিয়েছে, খুনের পরের দিন, ১৪ মে একটি ট্রলিতে করে সাংসদ আজিমের মাথা ও মাংসের টুকরোর অংশ নিয়ে নিউ টাউনের আবাসন থেকে বেরিয়ে আসে দুই খুনের অভিযুক্ত মোস্তাফিজুর ও ফয়জল। তার আগে অভিযুক্ত কশাই জিহাদ সাংসদের মাথার খুলি ভেঙে ফেলে তা-ও কয়েক টুকরো করে দেয়। ফয়জলের কাছ থেকে বাংলাদেশের গোয়েন্দারা জেনেছেন, তারা উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্তের কাছে যশোর রোডের পাশে একটি জায়গায় সাংসদ আজিমের দেহের ওই অংশ ফেলে আসে। সেই দেহাংশের খোঁজে চলছে তল্লাশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.