Advertisement
Advertisement

বিজেপি নেত্রীর বাড়িতে বোমা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি৷

Bombs hurled at BJP leader Krishna Bhattacharya's house
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 12:45 pm
  • Updated:January 4, 2017 1:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই৷ আর তারপরই রণক্ষেত্রের চেহারা নিয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ বিজেপি’র পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে৷ তবে মঙ্গলবার সন্ধের সেই ঘটনার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷ সেদিন রাতেই হুগলির প্রাক্তন বিজেপি জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্যর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷

বিজেপি নেত্রী জানিয়েছেন, রাতে সাড়ে ন’টা নাগাদ একদল লোক এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায়৷ জিনিসপত্র ওলটপালট করে দেয়৷ এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি৷ অচেতন হয়ে পড়েন তিনি৷ আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কৃষ্ণা ভট্টাচার্যর দাবি, তৃণমূলের কর্মী সদস্যরাই এই কাণ্ড ঘটিয়েছে৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷

Advertisement

নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলার জন্যই একের পর এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করছে কেন্দ্রীয় সংস্থা৷ মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল৷ সেই অভিযোগই মঙ্গলবার সন্ধেতে বিক্ষোভের চেহারা নেয়৷ ভাঙচুর করা হয় বিজেপি-র রাজ্য পার্টি অফিস৷ বিজেপি অফিসের দিকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা পাথর ছোঁড়েন বলেও অভিযোগ৷ জ্বালিয়ে দেওয়া হয় তিন-চারটি গাড়ি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement