Advertisement
Advertisement

মহিলার ফোনে গুয়াহাটিগামী বিমানে ছড়াল বোমাতঙ্ক

ক'দিন আগেও কলকাতা বিমানবন্দরে উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়িয়ে ছিল।

Bomb scare in Air India flight at Kolkata airport
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 3:15 pm
  • Updated:September 16, 2020 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতা বিমানবন্দরে এল হুমকি ফোন। কোনও পুরুষ নয়, এবার এক মহিলা ফোন করে ভয় দেখালেন। ফোনের ওপার থেকে এক মহিলা জানাল, নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা রয়েছে। আর তাতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াল।

মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বন্দর কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ফোন আসে। জানানো হয়, এয়ার ইন্ডিয়ার এআই-৭২৯ নম্বর ফ্লাইটে বোমা রয়েছে। এমন ফোন পাওয়া মাত্র যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। বিমানটিকে একটি ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি। সিআইএসএফ-এর তরফে জানানো হয়, দীর্ঘক্ষণ তল্লাশির পরও বিমানে কোনও বোমার সন্ধান মেলেনি। বিধাননগর থানা সূত্রে খবর, ওই মহিলা নিজেকে রাজারহাটের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। যে নম্বর থেকে ফোনটি করা হয়েছিল, তার সূত্র ধরে মহিলাকে খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

ক’দিন আগেও কলকাতা বিমানবন্দরে উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়িয়ে ছিল। এদিন ফের এমন ফোনে হয়রানির শিকার হলেন যাত্রীরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement