Advertisement
Advertisement

সল্টলেকের রাস্তায় পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করতে জল ঢালছেন যুবক! ‘নীরব দর্শক’ পুলিশ

দেখা মেলেনি বম্ব স্কোয়াডেরও।

Bomb recovered from saltlake on wednesday
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 25, 2020 2:09 pm
  • Updated:June 25, 2020 3:55 pm  

কলহার মুখোপাধ্যায়: রাস্তায় পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করতে ক্রমাগত জল ঢালছেন এলাকারই এক যুবক। ঘটনাস্থলে থেকেও কার্যত নির্বিকার পুলিশ আধিকারিকরা। দেখা মেলেনি বম্ব স্কোয়াডেরও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সল্টলেকের দত্তাবাদ এলাকায়।

জানা গিয়েছে, এদিন সল্টলেকের ভারতী বিদ্যাভবনের পরিত্যক্ত মাঠের পাশে বোমা জাতীয় বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police Station)। স্থানীয়দের অভিযোগ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাঁরা বোমাগুলি নিষ্ক্রিয় করার কোনও ব্যবস্থাই করেনি। যায়নি বম্ব স্কোয়াডও। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকারই এক যুবক বোমাটিতে জল ঢালতে শুরু করেন। এরপর কোনওরকম নিরাপত্তা ছাড়াই পুলিশ বাঁশ দিয়ে ওই বস্তুগুলিকে বালতিতে ভরে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কেন বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গেল না, তা নিয়ে প্রশ্ন তোলেন। পাশপাশি, কোনওরকম নিরাপত্তা ছাড়াই ওই যুবক বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করার সময় পুলিশ কেন কোনও পদক্ষেপ গ্রহণ করল না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement

bomb-1

[আরও পড়ুন: কলকাতার সবচেয়ে বয়স্ক করোনা রোগীও পুরোপুরি সুস্থ মেডিক্যাল কলেজে]

প্রসঙ্গত, এই ঘটনা নতুন নয়। মাস পাঁচেক আগেই ওই পরিত্যক্ত মাঠ থেকে ৫ টি বোমা উদ্ধার করেছিল পুলিশ। অভিযোগ, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জানাও গিয়েছিল যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কে এলাকাবাসী।

[আরও পড়ুন: সর্বদল বৈঠকে তুমুল অশান্তি দিলীপ-সুজনদের, হট্টগোল থামল জিলিপি আর পাঁপড়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement