Advertisement
Advertisement

Breaking News

কলকাতায় মিলল বোমা তৈরির কারখানা

কলকাতা ও সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের কোনও নাশকতার ছক ছিল কী না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

bomb factory in kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 11:39 am
  • Updated:May 30, 2016 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতা শহরে মিলল বোমা তৈরির কারখানা। খিদিরপুরে ১০ নম্বর মনসাতলা রোয়ের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক তাজা বোমা, বোমা তৈরির মশলা, রিমোট কন্ট্রোল, মোবাইল চিপ, সার্কিট উদ্ধার করল পুলিশ। ওই কারখানায় তীব্র বিস্ফোরক আইইডি তৈরির ছক ছিল দুষ্কৃতীদের, অনুমান পুলিশের।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর তিনটে নাগাদ ডিসি বন্দরের নেতৃত্বে ১০ জন পুলিশের একটি দল খিদিরপুরের মনসাতলার ওই বাড়িতে হানা দেয়৷ জানা গিয়েছে, বাড়িটি কয়েক দিন আগেই ভাড়া নেওয়া হয়েছে। বাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ। আজ ভোরে তল্লাশি চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, আটক করা হয়েছে আরও দুজনকে। তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement