অর্ণব আইচ: পরনে ছাইরঙা ফুলহাতা গেঞ্জি, কালো প্যান্ট। মুখে আকাশি রঙা মাস্ক। চোখ ঢাকা কালো চশমায়। লাস্যময়ী বলিউডি নায়িকা জারিন খান যখন সোমবার দুপুরে শিয়ালদহের আদালতে ঢুকলেন তখন আইনজীবী থেকে তাঁদের মক্কেল, অনেকেই হাঁ করে তাকিয়ে। মামলার শুনানি চলাকালীন ঠায় দাঁড়িয়ে রইলেন এজলাসে। শেষ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পর আদালত কক্ষ ছাড়লেন সলমন খানের নায়িকা। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল কলকাতার নারকেলডাঙা থানায়। সেই মামলাতেই এদিন আদালতে আত্মসমর্পণ করলেন জারিন।
২০১৮ সালে কালীপুজোর উদ্বোধনের জারিন খানের আসার কথা ছিল কলকাতায়। ৪২ লক্ষ টাকার বিনিময়ে অভিনেত্রীর সঙ্গে চুক্তি করেছিল নারকেলডাঙা থানা এলাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ৫ নভেম্বর কালীপুজোর উদ্বোধন করার জন্য বিপুল টাকার চুক্তি হয়েছিল। কিন্তু তিনি উদ্বোধন করতে আসেননি। অভিযোগ, টাকাও ফেরত দেননি। টাকা ফেরত না পেয়ে ২০১৮ সালের ২৭ নভেম্বর নারকেলডাঙা থানায়জারিন ও তাঁর সেক্রেটারির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। দুজনের বিরুদ্ধেই নারকেলডাঙা থানার পুলিশ শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল করে। সেই মামলায় এদিন এজলাসে আসেন জারিন।
এদিন শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর আইনজীবী পবন আগরওয়াল আদালতে জারিন খানের জামিনের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জারিন খানকে ৩০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন বিচারক। র্শত আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না অভিনেত্রী। পরবর্তী শুনানির দিন আগামী ২৬ ডিসেম্বর বলে জানা গিয়েছে। শুনানির দিন আদালতে হাজির থাকতে হবে সলমনের অভিনেত্রীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.