Advertisement
Advertisement

Breaking News

Ekbalpur

একবালপুরে যুবকের রহস্যমৃত্যু, বহুতলের সামনে মিলল রক্তাক্ত দেহ

দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কারণ?

Body of young boy found from multistoried building of Ekbalpur | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 14, 2023 2:37 pm
  • Updated:September 14, 2023 3:27 pm  

অর্ণব আইচ: খাস কলকাতায় ফের যুবকের রহস্যমৃত্যু। বহুতলের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে একবালপুর এলাকায়। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু? নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম কাইসার আনসারি। বয়স ২৭ বছর। কলকাতার একবালপুরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ একবালপুর এলাকায় একটি বহুতলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন কাইসার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: Durgapur Steel Plant: দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমি থেকে উচ্ছেদ অভিযান ঘিরে CISF-জনতা খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র দুর্গাপুর]

সূত্রের খবর, যে বাড়িটি থেকে ওই যুবক পড়ে গিয়েছেন সেটি পাঁচ তলা। জানা গিয়েছে, ছাদে অ্যাসবেসটরের ছাউনি দেওয়া একটি ঘরে প্রায় আট মাস ধরে থাকতেন কাইসার। তাঁর স্ত্রীও সঙ্গে থাকতেন। এদিন দুপুরে হঠাৎই ছাদ থেকে পড়ে যান কাইসার। নিচ থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। এরপরই স্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে জানা গিয়েছে, ঘটনার সময় কাইসারের স্ত্রী ঘুমোচ্ছিলেন। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক? নাকি নেপথ্যে অন্য কারণ, তা জানার চেষ্টা করছে পুলিশ।

[আরও পড়ুন: স্কুল লাগোয়া পুকুরে ডুবে মৃত্যু ছাত্রের, শিক্ষকদের আটকে রেখে মারধর নিহতের পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement