Advertisement
Advertisement

Breaking News

Behala

বেহালায় বৃদ্ধের রহস্যমৃত্যু, আবাসনের সামনে মিলল রক্তাক্ত দেহ

দুর্ঘটনা নাকি আত্মহত্যা?

Body of an elderly man found in front of his apartment at Behala | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 5, 2023 6:15 pm
  • Updated:September 5, 2023 6:15 pm  

অর্ণব আইচ: এবার বেহালায় বৃদ্ধের রহস্যমৃত্যু। ৫ তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পড়ে গিয়ে মৃত্যু নাকি আত্মহত্যা করেছেন তিনি? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম সমরেন্দ্র নাথ রায়। বয়স ৮১ বছর। বেহালার সরশুনার একটি আবাসনে থাকতেন তিনি। মঙ্গলবার সকালে আবাসনের নিচ থেকে উদ্ধার হয় বৃদ্ধের রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন:ঘর তৈরির জন্য দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রি! কাটোয়ায় গ্রেপ্তার দম্পতি ]

কিন্তু ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, পরিবারের বারণ সত্বেও মাঝে মধ্যেই ছাদে উঠে যেতেন তিনি। গাছ নিয়ে থাকতে ভালবাসতেন। এদিনও ছাদে উঠে গিয়েছিলেন। তারপর কীভাবে নিচে পড়লেন তা স্পষ্ট নয়। নিজে ঝাঁপ দিয়েছেন, নাকি অসাবধানতায় পড়ে গিয়েছেন, তাও এখনও জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শহরের বুকে একের পর এক ছাদ থেকে পড়ে মৃত্যু চিন্তা বাড়াচ্ছে।

[আরও পড়ুন: উপসমিতি গঠনে ফের অশান্তির আশঙ্কা! ভাঙড়ে জারি ১৪৪ ধারা, গ্রেপ্তার ISF কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement