Advertisement
Advertisement

Breaking News

Jorasanko

রাতভর জন্মদিনের পার্টি, পরদিনই উদ্ধার যুবকের আংশিক দগ্ধ দেহ, ঘনীভূত রহস্য

এর নেপথ্যে কে বা কারা, ঠিক কী ঘটেছিল, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a youth found in Jorasanko ps area

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 16, 2024 10:58 pm
  • Updated:December 16, 2024 11:00 pm  

অর্ণব আইচ: রাতভর জন্মদিনের পার্টি। পরেরদিন সকালেই বাড়ি থেকে উদ্ধার যুবকের আংশিক দগ্ধ দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে এর নেপথ্যে কে বা কারা, ঠিক কী ঘটেছিল, জানতে তদন্ত শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, মৃতের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম। বয়স ২৫ বছর। জোড়াসাঁকোর রবীন্দ্র সরণির বাসিন্দা তিনি। মাসখানেক আগে একটি চাকরি পান ওই যুবক। গতকাল অর্থাৎ রবিবার ছিল প্রশান্তের জন্মদিন। সেই উপলক্ষ্যে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। বন্ধুবান্ধবরা তাঁর বাড়ি এসেছিলেন। সোমবার সকালে বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হন যুবক। তার হাত, পায়ে ছিল পোড়া দাগ। স্বাভাবিকভাবেই সন্দেহ হয়। তড়িঘড়ি তাঁর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

Advertisement

পার্টির পর ঠিক কী ঘটেছিল? কীভাবে মৃত্যু হয়েছে যুবকের? পোড়া দাগই বা কী করে? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, রবিবারের পার্টিতে কারা শামিল হয়েছিলেন। যুবকের সঙ্গে কারও কোনও বচসা ছিল কি না, নারীঘটিত কোনও কারণে এই ভয়ংকর ঘটনা কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement