প্রতীকী ছবি।
নিরুফা খাতুন: জোকা ইএসআই হাসপাতাল চত্বরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। বুধবার সকালে হাসপাতালের পিছনের বিল্ডিংয়ের নিচে দেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে যুবকের দেহ হাসপাতাল চত্বরে এল? মৃত্যুর কারণ কী? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রৌণক ভট্ট। বয়স ২৯ বছর। তিনি বেহালা থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার থেকে ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। রাতভর নিখোঁজ থাকার পর এদিন সকালে জোকা ইএসআই হাসপাতাল (Joka ESI Hospital) চত্বর থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনও সমস্যার জেরে যুবক আত্মঘাতী হয়েছেন। তবে আত্মহত্যা না কি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.