Advertisement
Advertisement

Breaking News

Newtown Student Death

Newtown Student Death: নিউটাউনে পড়ুয়ার রহস্যমৃত্যু, ভাড়াবাড়ির খাটের নিচে মিলল সুটকেসবন্দি দেহ

৪ জনকে আটক করেছে পুলিশ।

Newtown Student Death: Body of a Malda boy found in Newtown on friday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 6, 2023 9:41 am
  • Updated:October 6, 2023 12:33 pm  

দিশা ইসলাম ও বাবুল হক: নিউটাউনে (Newtown) পড়ুয়ার রহস্যমৃত্যু। ভাড়াবাড়ির খাটের নিচ থেকে উদ্ধার সুটকেসবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সাজিদ হোসন। বয়স ১৯ বছর। মালদহের বৈষ্ণবনগর থানার ১৬ মাইল গ্রামের বাসিন্দা তিনি। নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। নিউডাউনের মহিষবাথানের বক্সব্রিজের কাছে ভাড়া থাকতেন সাজিদ। সূত্রের খবর, গত ৪ অক্টোবর থেকে বেপাত্তা সাজিদ। পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারছিলেন না। এদিকে বুধবার রাতে বন্ধুরা সাজিদের বাড়িতে ফোন করে জানান, ওই ছাত্রকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে বৃহ্স্পতিবার সকালেই কলকাতায় পৌঁছন পড়ুয়ার বাবা। নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বাড়তি আর ১ দিনও নয়’, অভিষেক মামলায় ইডিকে নথি পেশের সময় বেঁধে দিল আদালত]

সূত্রের খবর, বিকেলে ছাত্রের বাবার মোবাইলে একটি ছবি পাঠানো হয়। সেখানে দেখা যায়, সাজিদের মুখে সেলুটেপ লাগানো। সেই সময়ই মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়। কিছুক্ষণ পর সেই ছবি ডিলিট করে দেওয়া হয়। শুক্রবার সকালে ভাড়াবাড়ির খাটের নিচে সুটকেসে মিলল দেহ। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত, খুন করা হয়েছে পড়ুয়াকে। কিন্তু কেন? নেপথ্যে কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। তবে ৪ জনকে জেরা করে রহস্যভেদের চেষ্টায় পুলিশ।

[আরও পড়ুন: ‘রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধরনা চলবে’, নয়া কর্মসূচি ঘোষণা অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement