Advertisement
Advertisement

সোনারপুরে বাজি কারখানায় বিস্ফোরণ

জনবহুল এলাকায় কীভাবে চলছিল একটি বাজির কারখানা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ কারখানাটি বৈধ ছিল কি না, তাও দেখা হবে৷

Blast in Cracker Factory near Sonarpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 3:13 pm
  • Updated:September 20, 2016 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাজি কারখানায় বিস্ফোরণ৷ পিংলার পর এবার সোনারপুরে এক বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ ঘটে৷ বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে এলাকায়৷ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন৷

দীর্ঘদিন ধরেই দক্ষিণ ২৪ পরগণায় চলছিল এই বাজির কারখানা৷ মূলত শব্দবাজি তৈরি হত বলেই জানা যাচ্ছে৷ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ কারখানায় একের পর বিস্ফোরণ ঘটে৷ বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক৷ আগুন ছড়ায় দ্রুত৷ ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা৷ ঘন জনবসতি থাকায় আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে৷ প্রথমে ২টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে৷ কিন্তু আগুনের তীব্রতা এত বেশি চল যে, পরে আবারও একটি ইঞ্জিন পাঠানো হয়৷

Advertisement

জনবহুল এলাকায় কীভাবে চলছিল একটি বাজির কারখানা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ কারখানাটি বৈধ ছিল কি না, তাও দেখা হবে৷ আগুন নিয়ন্ত্রণে আনার পরই পুরো ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement