Advertisement
Advertisement

Breaking News

Kolkata

কেষ্টপুরে নির্মীয়মান বহুতলে বিস্ফোরণ, বোমা মজুতের সম্ভাবনায় তদন্তে পুলিশ

গোটা ঘটনা খতিয়ে দেখতে ফরেনসিক দলও ডেকে পাঠানো হয়েছে।

Blast in a building at Keshtopur, Kolkata, police is investigating the matter | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:January 29, 2021 1:51 pm
  • Updated:January 29, 2021 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার কেষ্টপুরের এক নির্মীয়মান বহুতলে আচমকাই বিস্ফোরণের ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। এখনও পর্যন্ত আহত হয়েছেন একজন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বম্ব স্কোয়াড। গোটা ঘটনা খতিয়ে দেখতে ফরেনসিক দলও ডেকে পাঠানো হয়েছে।

এদিন কেষ্টপুরের জোড়াখানা বিদ্যাসাগর পল্লিতে নির্মীয়মান বহুতলে শ্রমিকরা কাজ করার সময়ই আচমকা বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। আহতকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল? বাগুইআটি থানার পুলিশের প্রাথমিক ধারণায় উঠে এসেছে দুটি কারণ। প্রথমত, সেই নির্মীয়মান বহুতলে বোমা তৈরি কিংবা মজুতের সম্ভাবনা থাকতে পারে। আসলে ভোটের আগে শহরের নানা স্থানে বোমা বানানোর গোপন ডেরা তৈরির চেষ্টা করে চলেছে দুষ্কৃতীরা। সেই কারণেই এই সম্ভাবনা শুরুতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফরেনসিক দল বহুতলের বিস্ফোরণের স্থলটি খতিয়ে দেখার পর নিশ্চিত হওয়া যাবে। যদিও পুলিশের সূত্রে খবর, বোমা মজুতের সম্ভাবনা কম। বরং মাটির নিচে গ্যাস তৈরি হয়ে কিংবা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের ‘শাস্তি’তে সরব মমতা, চুপ কেন? প্রশ্ন অন্যান্য সংবাদমাধ্যমকে]

উল্লেখ্য, বৃহস্পতিবারই ফের শহরে নাশকতার চেষ্টা বানচাল করে দিয়েছেন সেনা গোয়েন্দারা। ব্যাগে করে কৌটো বোমা (Bomb)পাচারের সময় ধরা পড়ে এক যুবক। তাকে হেস্টিংস থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। কী উদ্দেশে কলকাতায় (Kolkata) কৌটো বোমা পাচারের ছক ছিল, সঙ্গে আর কারা জড়িত, ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সেসবের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। তবে এদিনের কেষ্টপুরের ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

[আরও পড়ুন: মন্ত্রিত্বের পর বিধায়ক পদও ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement